Advertisement
Advertisement

Breaking News

শাশুড়ি-বউমা

রাস্তায় নেমে শাশুড়ি-বউমার চুলোচুলি, তারিয়ে তারিয়ে উপভোগ স্বামী-শ্বশুরের

ভাইরাল শাশুড়ি-বউমার মারামারির ভিডিও৷

Street fight between Mother-In-Law and Daughter-In-Law in Ghatal
Published by: Sayani Sen
  • Posted:August 4, 2019 3:35 pm
  • Updated:August 4, 2019 4:01 pm  

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: দুই প্রজন্মে দু’জন সংসারের কর্ত্রী৷ দু’জনের ভূমিকা প্রায় একইরকম৷ শাশুড়ি ও বউমা – একে অন্যের প্রশংসায় মুখর, এমন বিশেষ শোনা যায় না৷ শাশুড়ি-বউমার সম্পর্ক ভাল হওয়া যেন অবিশ্বাস্য ব্যাপার৷ পরিবর্তে সাপে-নেউলে সম্পর্কই দস্তুর৷ বাড়িতে বাকযুদ্ধ হয়তো চলে, কিন্তু তা বলে হাতাহাতি-চুলোচুলি! তাও আবার রাস্তায় নেমে! অবাক হলেও এমন ঘটনায় রীতিমতো সরগরম পশ্চিম মেদিনীপুরের ঘাটাল৷ তাঁদের মারামারিই আপাতত নেটদুনিয়ায় ভাইরাল৷

[আরও পড়ুন: জেলা সভাপতির পদ থেকে সরানোর ভাবনা, সৌরভ চক্রবর্তীর ডানা ছাঁটতে পারে তৃণমূল]

পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা ওই দুই গৃহবধূ৷ নিজে পছন্দ করেই পুত্রবধূকে ঘরে এনেছিলেন বৃদ্ধা৷ তাঁর দাবি, সম্বন্ধ দেখার সময় মেয়েকে বেশ ভালই লেগেছিল৷ সেই মতো বিয়েও দেনে ছেলের৷ অভিযোগ, কিন্তু বউমা সংসারে পা রাখার পর থেকেই বদলে গিয়েছে ছবিটা৷ বউমার আসল চেহারাই যেন প্রকাশ পেয়েছে৷ সম্বন্ধের সময় এক্কেবারে লক্ষ্মীমন্ত মেয়েই নাকি বউমা হয়ে উঠেছে ভয়ংকর৷ উঠতে বসতে শাশুড়ির সঙ্গে অশান্তি লেগেই থাকে৷ শাশুড়ির কোনও কিছুই তাঁর পছন্দ নয়৷

শাশুড়ির মতোই গৃহবধূর অভিযোগের তালিকাও বেশ লম্বা৷ তাঁর দাবি, শাশুড়ি বিয়ের আগে নিজের মেয়ের মতো আচরণ করতেন৷ কিন্তু বিয়ের পর থেকে শাশুড়ির রূপ বদলে গিয়েছে৷ মেয়ের মতো ভাবা তো দূর, পুত্রবধূ হিসাবেও স্বীকার করতে চান না তিনি৷ 

Advertisement

[আরও পড়ুন: হিন্দু দেবদেবীদের নিয়ে ফেসবুকে উসকানিমূলক পোস্ট, গ্রেপ্তার কিশোর-সহ ২]

শাশুড়ির সঙ্গে ঝামেলা তাই সংসারে নিত্যনৈমিত্তিক বিষয়৷ তারই বহিঃপ্রকাশ ঘটেছে সদ্য৷ একটি ভিডিওয় দেখা গিয়েছে, বউমা এবং শাশুড়ি রাস্তায় শুয়ে মারামারি করছেন৷ রাস্তায় কখনও তারা চুলোচুলি করছেন, তো আবার কেউ কাউকে চড় মারছেন৷ আশেপাশেই রয়েছেন বাড়ির দুই কর্তা – বাবা এবং ছেলে৷

এমন এক দৃশ্যে সচক্ষে দেখতে রাস্তায় ততক্ষণে ভিড়ও জমিয়ে ফেলেছেন প্রতিবেশীরা৷ কিন্তু শাশুড়ি-বউমার অশান্তিতে তাঁরা এতই বিরক্ত সকলে যে কেউই বাধা দিচ্ছেন না তাঁদের৷ পরিবর্তে মনের আনন্দে রাগ না মেটা পর্যন্তই চলে মারামারি, চুলোচুলি৷ শাশুড়ি-বউমার দ্বৈরথ নতুন কিছুই নয়, কিন্তু এমন মারামারি কেউ আগে দেখেছেন কি না, তা নিয়ে চলছে জোর আলোচনা৷

দেখুন ভিডিও:


ছবি ও ভিডিও: সুকান্ত চক্রবর্তী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement