চেক বিলির কাজ চলছে। নিজস্ব চিত্র
অরিজিৎ গুপ্ত, হাওড়া: হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধসের কারণে বহু পরিবার ক্ষতিগ্রস্থ। একাধিক পরিবারের বাড়ি ভেঙে গিয়েছে। অনেক বাড়ির দেওয়াল, মেঝেতে ফাটল দেখা দিয়েছে। রাজ্য সরকারের তরফে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতির কথা বলা হয়েছিল। মঙ্গলবার হাওড়া গিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বৈঠক করে এই কথা ঘোষণা করেছিল। প্রতিশ্রুতির পরেই প্রশাসনিক মহলে কাজ শুরু হয়ে গিয়েছিল। আজ বৃহস্পতিবার থেকে সেই ক্ষতিপূরণের চেক দেওয়ার কাজ শুরু হল।
বেলগাছিয়া সুরেন্দ্রনাথ মেমোরিয়াল হাইস্কুলে হাওড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এদিন এই কর্মসূচির ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ তেওয়ারি, জেলাশাসক পি দীপাপ্রিয়া-সহ একাধিক আধিকারিক। এদিন ১১৩টি পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়েছে। এইসব পরিবারের বাড়িগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে ধসের কারণে। যাদের বাড়ি বেশি ক্ষতি হয়েছে সেই ৬০টি পরিবারকে চিহ্নিত করে এদিন ১৫ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়েছে। তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত ৫৩টি পরিবারকে দেওয়া হয়েছে ১০ হাজার টাকা করে চেক। ক্ষতিপূরণ পেয়ে খুশি বিজয় পাসোয়ান, প্রতিমা হাজরারা।
মঙ্গলবার হাওড়ায় গিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। যাদের বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, তাঁদের বাড়ি বানিয়ে দেওয়া হবে। এছাড়াও হাওড়ার বড় নিকাশি নালা ও রাস্তা তৈরির দায়িত্ব নিয়েছে কেএমডিএ। এই কথা ঘোষণা করেছিলেন মন্ত্রী। ওই এলাকার মাটির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ১০ দিন পর সেই রিপোর্ট আসবে বলে খবর। ওই মাটি বাড়ি তৈরির উপযুক্ত কিনা, সেটি খতিয়ে দেখা হবে। তারপরই সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি হবে বলে খবর। এমনই প্রাথমিকভাবে হাওড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.