Advertisement
Advertisement

Breaking News

Arms

উৎসবের মরশুমে ফের বাসন্তীতে অস্ত্র কারখানার হদিশ, উদ্ধার প্রচুর সরঞ্জাম, গ্রেপ্তার ৩

ক্যানিং থেকে অস্ত্র-সহ গ্রেপ্তার এক।

Arms Factory found in Basanti, 3 youth arrested | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 6, 2023 2:31 pm
  • Updated:November 6, 2023 2:31 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: উৎসবের মরশুমে ফের বাসন্তীতে অস্ত্র কারখানার হদিশ। অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম-সহ ৩ জনকে গ্রেপ্তার করল বাসন্তী থানার পুলিশ ও এসটিএফ। এদিকে ক্যানিং থেকে অস্ত্র-সহ গ্রেপ্তার করা হয়েছে একজনকে।

জানা গিয়েছে, কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর (Basanti) চিৎকুমার এলাকায় অস্ত্র কারখানা চলছে বলে খবর পায় এসটিএফ। এর পরই তাদের তরফে বাসন্তী থানার সঙ্গে যোগাযোগ করা হয়। নজরদারি শুরু হয় ওই এলাকায়। পরে রবিবার রাতে বাসন্তী থানার পুলিশ ও এসটিএফের আধিকারিকরা একসঙ্গে হানা দেয়। বাড়ির মধ্যে চলা অস্ত্র কারখানা থেকে অস্ত্র তৈরির একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়।

Advertisement

[আরও পড়ুন: রেশন দুর্নীতির সঙ্গে পশুখাদ্য কেলেঙ্কারির যোগ! ২৭ বছর পর ফের নজরে চন্দক পরিবার]

জানা গিয়েছে, ওই কারখানা থেকে বন্দুকের বাট, নল-সহ অস্ত্র তৈরির একাধিক সরঞ্জাম পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের তোলা হচ্ছে আলিপুর আদালতে। এদিকে ক্যানিং থেকে অস্ত্র-সহ গ্রেপ্তার করা হয়েছে একজনকে।

[আরও পড়ুন: কমছে তাপমাত্রা, ঢুকছে উত্তরে হাওয়া, কালীপুজোর আগেই রাজ্যে শীতের আমেজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement