শাহজাদ হোসেন, জঙ্গিপুর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বার্তার পরই তৎপর সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস (Bairon Biswas)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান তিনি। আগামী সপ্তাহে কলকাতায় আসছেন বাম সমর্থিত কংগ্রেস বিধায়ক (Congress MLA)। সেসময়ই তিনি মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চান। এলাকার উন্নয়নের কথা বলবেন তিনি। সংবাদ প্রতিদিনকে ফোনে এমনই জানিয়েছেন বায়রন বিশ্বাস। তবে তাঁর এই ইচ্ছা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। তবে কি দলবদলের প্রথম ধাপে পা রাখতে চলেছেন কংগ্রেস বিধায়ক?
‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার মুর্শিদাবাদের (Murshidabad) জনসভা থেকে দলীয় কর্মীদের চাঙ্গা করতে গিয়ে সাগরদিঘির (Sagardighi)প্রসঙ্গ তোলেন তিনি। হার ভুলে ফের একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন তিনি। সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসের উদ্দেশে অভিষেক বলেছিলেন, “সাগরদিঘির উন্নয়ন চায় রাজ্য সরকার। কাজ করতে গিয়ে সমস্যা হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুক বায়রন।” তাঁর এহেন বার্তার পরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল, কংগ্রেস বিধায়ককে কাছে টানার চেষ্টা করছে তৃণমূল (TMC)।
আর অভিষেকের এই পরামর্শের জন্য রবিবার তাঁকে ধন্যবাদ জানিয়েছেন বায়রন বিশ্বাস। তিনি বলেন, ”আগামী ১১ মে কলকাতায় যাচ্ছি প্রদেশ কংগ্রেসের বৈঠকে। সেখানে অনুমতি পেলে সেই সময়েই মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সঙ্গে দেখা করার চেষ্টা করব। জানি না, তাঁর সাক্ষাৎ পাব কি না। আমি এখানকার বিধায়ক হয়েছি অনেকদিন হয়ে গেল। কিন্তু এলাকায় উন্নয়নের কাজ শুরু করতে পারিনি। এবার সেই কাজের জন্যই মুখ্যমন্ত্রীর কাছে যাব।” তবে কি তৃণমূলের কাছের লোক হয়ে যাচ্ছেন? এই প্রশ্নের জবাবে অবশ্য সবটাই উড়িয়ে দিয়েছেন বায়রন বিশ্বাস। সাফ জানিয়েছেন, ”দলবদলের কোনও প্রশ্নই ওঠে না।” তবে ওয়াকিবহাল মহলে ‘সংখ্যালঘু’ বিধায়কের তৃণমূলে যোগদান নিয়ে আলোচনায় ইতি পড়ছে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.