সুকুমার সরকার, ঢাকা: করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বই আজ চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বিরূপ এই পরিস্থিতি সত্ত্বেও বিদেশ বিনিয়োগ আনতে যে সুযোগ সৃষ্টি হয়েছে সেগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে পরামর্শ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (BIDA) গভর্নিং বোর্ডের সভায় এই বিষয়েই কথা বলেন তিনি।
বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে করোনা সংকটের মধ্যেও ব্যবসায়িক সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, ‘করোনা ভাইরাসের ফলে একটা ধাক্কা এসেছে এটা ঠিক। আবার সুযোগও সৃষ্টি হয়েছে। সেটা আমাদের মাথায় রাখতে হবে। কাজেই কারা বিনিয়োগ করতে চায় সেদিকে লক্ষ্য রেখে তা যাতে আমাদের দেশে আসে সেই ব্যবস্থা নিতে হবে। আমাদের আরও বেশি বিনিয়োগ আনতে হবে। যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। অনেক দেশে এখন শিল্প প্রতিষ্ঠান বন্ধ। সেখানে আমাদের জনসংখ্যা আছে, জমি ও অন্যান্য সুযোগ-সুবিধা আছে। তাই আমরা কিন্তু আরও বেশি ইনভেস্টমেন্ট আনতে পারি।’
এপ্রসঙ্গে তিনি আরও বলেন, ‘করোনার কারণে সব দেশেই সমস্যা হচ্ছে। কিন্তু, এই সমস্যার মধ্যে দিয়ে কীভাবে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাব তা নিয়ে ভাবতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কাজ করতে হবে। এখন আমাদের বসে থাকলে চলবে না। সীমিতভাবে হলেও কাজ করতে হবে।’
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এই সভায় শেখ হাসিনা (Sheikh Hasina) ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, কার্যালয় সচিব মহম্মদ তোফাজ্জল হোসেন মিঞা ও প্রেস সচিব ইহসানুল করিম হেলাল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.