Advertisement
Advertisement

যুদ্ধে নয়, আলোচনাতেই মিটবে রোহিঙ্গা সমস্যা: হাসিনা

শরণার্থী ইস্যুতে নীরব মায়ানমার।

Words not war can solve Rohingya issue: Sheikh Hasina
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 17, 2017 1:09 pm
  • Updated:July 11, 2018 3:28 pm

সুকুমার সরকার, ঢাকা: রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে ক্রমশ সংঘাতের দিকে এগোচ্ছে বাংলাদেশ ও মায়ানমার। এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার আলোচনার পক্ষেই সওয়াল করলেন শেখ হাসিনা। যুদ্ধ নয়, শরণার্থী সমস্যার সমাধান করতে হবে আলোচনার মাধ্যমেই। মায়ানমারের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

[শীঘ্রই শুরু হতে পারে পরমাণু যুদ্ধ, হুঁশিয়ারি উত্তর কোরিয়ার]

Advertisement

দ্বিপাক্ষিক সম্পর্কে স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে হাসিনার এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিছুতেই প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতে যেতে চাইছে না ঢাকা তা স্পষ্ট করে দিয়েছেন হাসিনা। তবে একই সঙ্গে সীমান্তে মায়ানমারের সেনার বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগও আনেন তিনি। রাষ্ট্রসংঘের প্রস্তাবিত পথেই রোহিঙ্গা সমস্যার সমাধান হতে পারে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্র হাসিনা। মুক্তিযুদ্ধের সময় পাক রাজাকারদের বর্বরতার কথাও তিনি তুলে ধরেন। হাসিনার সংযোজন, মায়ানমারেও একইরকম নৃশংস দমননীতি চলাচ্ছে সরকার।

এদিন ফের শরণার্থীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন হাসিনা। তিনি বলেন, “এক সময় আমরা নিজেরাই শরণার্থী ছিলাম। তাই তাঁদের কষ্ট অনুভব করতে পারি আমরা। উদ্বাস্তুদের জন্য যথাসাধ্য চেষ্টা করছি।” রাখাইন প্রদশে চলা লড়াইয়ের জেরে বাংলাদেশে প্রবেশ করেছে প্রায় ৫ লক্ষ রোহিঙ্গা শরণার্থী। ফলে প্রবল অর্থনৈতিক চাপে রয়েছে ঢাকা। বেশ কয়েকবার শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার আরজি জানালেও নীরব মায়ানমার।

[জিনস পরে হাঁটছেন মালালা! ভাইরাল ছবি ঘিরে তোলপাড় নেটদুনিয়া]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement