Advertisement
Advertisement

Breaking News

দ্রুত সমাধান হবে তিস্তা ইস্যুর, হাসিনাকে আশ্বাস মোদির

তিস্তা নদী দুদেশের কাছেই খুব গুরুত্বপূর্ণ৷

Will resolve Teesta issue soon, PM Modi assures Sheikh Hasina
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 8, 2017 12:38 pm
  • Updated:December 16, 2019 5:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রুত নিষ্পত্তি করা হবে তিস্তা জলবন্টন নিয়ে উদ্ভূত সমস্যার৷ শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন, শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “তিস্তা নদী দুদেশের কাছেই খুব গুরুত্বপূর্ণ৷ খুব দ্রুত এই ইস্যু সমাধান করা হবে৷ এজন্যই আজ আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ভূমিগত সীমানা ছাড়াও নদী ভাগ করে নিয়েছে ভারত ও বাংলাদেশ৷ বাংলাদেশের জনতা ও প্রধানমন্ত্রী হাসিনাকে প্রতিশ্রুতি দিয়ে মোদি বলেন যে তিস্তা ইস্যু সমাধানের নিরলস চেষ্টা করবে তাঁর সরকার৷

[৭০ বছর পর ফের সফর শুরু কলকাতা-খুলনা ট্রেনের]

দীর্ঘদিন থেকেই তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত ও বাংলাদেশ সরকার৷ যদিও কোনও সমাধানের পথ বের করতে সক্ষম হয়নি দু’দেশ৷ এনিয়ে বিস্তর ক্ষোভও দেখা দিয়েছে ওপার বাংলায়৷

প্রসঙ্গত, ২০১১ সালে, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরেই তিস্তা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল৷ যদিও পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র প্রতিবাদে তা সম্ভব হয়নি৷ তবে তিস্তার তিক্ততা ভুলাতে বাংলাদেশের সঙ্গে  পরমাণু চুক্তি-সহ ২২টি চুক্তি স্বাক্ষর করেছে ভারত ৷ এছাড়াও ঢাকাকে ৪.৫ বিলিয়ন ডলারের ঋণও দিয়েছে নয়া দিল্লি৷

[ফুটবল মাঠে ঢুকে কাশ্মীরি পড়ুয়াদের জাতীয় সংগীত গাওয়ালো এবিভিপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement