Advertisement
Advertisement
Bangladesh

বাংলাদেশে লুকিয়ে কলকাতার ‘ওয়ান্টেড’ JMB জঙ্গি সেলিম মুন্সি!

৮ জুলাই বাড়ি এসেছিল সেলিম, দাবি তার স্ত্রীর।

Wanted JMB terrorist Selim Munshi fled to Bangladesh | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Monishankar Choudhury
  • Posted:July 14, 2021 12:16 pm
  • Updated:July 14, 2021 1:01 pm  

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে (Bangladesh) আত্মগোপন করেছে কলকাতার ‘ওয়ান্টেড’ জঙ্গি সেলিম মুন্সি। গোপালগঞ্জে লুকিয়ে রয়েছে জামাত উল মুজাহিদিন (বাংলাদেশ) বা জেএমবি’র ‘কলকাতা মডিউলের’ ওই লিংকম্যান।

[আরও পড়ুন: কলকাতা, ঢাকায় JMB জঙ্গি গ্রেপ্তারের পর তৎপরতা, জঙ্গিডেরা ঘেরাও করে অভিযান বাংলাদেশে]

জানা গিয়েছে, কলকাতা থেকে পালিয়ে এসে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার নিজের বাড়িতে আশ্রয় নিয়েছে সেলিম। এমনটা জানিয়েছেন তার স্ত্রী শাহিনুর বেগম। গত ৮ জুলাই কোটালিপাড়ার হিরণ গ্রামে ফিরে আসে সেলিম মুন্সি (৪৫)। ২০ বছর ধরে সে কলকাতায় বাস করছিল। প্রায়শই বাংলাদেশে নিজের বাড়িতে আসত সে। তার বাবার নাম সুরাত মুন্সি। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, গত ৩ জুলাই কলকাতার হরিদেবপুর থেকে জেএমবি’র (JMB) তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিউল ইসলাম ও সাব্বির ওরফে মিকাইলের বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ার হিরণ গ্রামে। আর নাজিউর রহমান ওরফে পাভেলের বাড়ি টুঙ্গিপাড়ার পাটগাতি গ্রামে। তাদের জেরা করে সেলিম মুন্সির নাম জানতে পারেন ভারতীয় গোয়েন্দারা। তারপর থেকেই পলাতক সেলিম।

Advertisement

এই বিষয়ে প্রশ্ন করা হলে সেলিম মুন্সির স্ত্রী শাহিনুর বেগম বলেন, “২০ বছর ধরে আমার স্বামী কলকাতায় থাকেন। তবে তিনি মাঝেমধ্যে বাড়িতে আসতেন। তিনি প্রথমে কলকাতায় গিয়ে ছাতা মেরামতের কাজ শুরু করেন। তারপর এদেশ থেকে তিনি লোক নিয়ে তাদের দিয়ে ছাতা মেরামতের ব্যবসা করতেন।” ওই জামাত জঙ্গির স্ত্রী আরও বলেন, “আমাদের গ্রামের রবিউল ইসলাম ও মিকাইল এবং টুঙ্গিপাড়ার নাজিউর আমার স্বামীর কাছে কাজ করতো বলে শুনেছি। এরা সকলেই পেটের দায়ে কাজ করতে কলকাতা গিয়েছে। এদের বিরুদ্ধে যে জঙ্গিযোগের অভিযোগ উঠেছে সেটি আমার মনে হয় সম্পূর্ণ মিথ্যা।” সেলিম মুন্সির স্ত্রী জানান, গত ৮ জুলাই তার স্বামী সেলিম মুন্সি কলকাতা থেকে বাড়িতে আসে। তার তিন সহযোগী গ্রেপ্তারের খবর ভারতীয় সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে। পাশাপাশি তাঁর স্বামী পালিয়ে এসেছে বলে খবরে জানানো হয়। তাই গত সোমবার বিকেলে তার স্বামী এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন বলে জানিয়েছেন শাহিনুর বেগম। ফলে, বিপদ বুঝতে পেরে ফের গা ঢাকা দিয়েছে সেলিম বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: বাড়ছে করোনার কোপ, এবার অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল বাংলাদেশ সরকার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement