বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান আজিজ আহমেদ।
সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের এলিটবাহিনী র্যাবের উপর আগেই নিষেধাজ্ঞা ছিল। এবার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। সোমবার মার্কিন বিদেশ দপ্তরের তরফে এক বিবৃতি জারি করে এই খবর প্রকাশ করা হয়।
এদিন বিবৃতি জারি করে মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের জানান, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন জেনারেল আজিজ আহমেদকে ডিপার্টমেন্ট অব স্টেট, ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১ (সি) ধারার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে আজিজ আহমেদ এবং তাঁর পরিবারের সদস্যরা আমেরিকায় প্রবেশ করতে পারবেন না।
বিবৃতিতে জানানো হয়েছে, আজিজ আহমেদ তাঁর ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সাহায্য করেছিলেন। এটা করতে গিয়েই তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের করে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। এছাড়া অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তাঁর ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন। আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে আমেরিকার অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হল।
উল্লেখ্য, আজিজ আহমেদ ২০১৮ সালের ২৫ জুন থেকে ২০২১ সালের ২৪ জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। ২০২১ সালের ডিসেম্বরে তাঁর মার্কিন ভিসা বাতিলের গুঞ্জন ছড়িয়েছিল। তবে সে সময় মার্কিন বিদেশ দপ্তর এই বিষযয় কোনও মন্তব্য করেনি। এর আগে বাংলাদেশে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছিল আমেরিকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.