Advertisement
Advertisement
Bangladesh

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ৭ আধিকারিকের উপর নিষেধাজ্ঞা জারি আমেরিকার

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এহেন পদক্ষেপ করেছে ওয়াশিংটন বলে খবর।

USA imposes sanction on 7 officials of Bangladesh elite force RAB | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:December 11, 2021 10:20 am
  • Updated:December 11, 2021 10:20 am  

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের (Bangladesh) এলিট বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাতজন প্রাক্তন তথা কর্মরত আধিকারিকের উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এহেন পদক্ষেপ করেছে ওয়াশিংটন বলে খবর।

[আরও পড়ুন: নজিরবিহীন! বাংলাদেশে দুই ছাত্রের হত্যাকাণ্ডে ২৯ জনকে ফাঁসির সাজা শোনাল আদালত]

জানা গিয়েছে, শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‍্যাবের ওই অধিকারিকদের উপর নিষেধাজ্ঞা চাপায় মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও বিদেশ দপ্তর। নিষেধাজ্ঞার আওতায় আসা অধিকারিকদের মধ্যে র‍্যাবের প্রাক্তন মহাপরিচালক বেনজির আহমেদ রয়েছেন। তিনি এখন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। বেনজির আহমেদের ওপর আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন বিদেশ দপ্তর। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞার আওতায়ও পড়েছেন তিনি।

Advertisement

এছাড়া র‌্যাবের বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লা আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মহম্মদ আজাদ, প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তাফা সরোয়ার, প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক মহম্মদ জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক মহম্মদ আনোয়ার লতিফ খানের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট।

উল্লেখ্য, বিচারবহির্ভূত হত্যা, আইনের দুর্ব্যবহার করে নির্যাতন চালানো-সহ একাধিক অভিযোগে ওই অধিকারিকদের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। বলে রাখা ভাল, সদ্য অনুষ্ঠিত মার্কিন গণতন্ত্র সম্মেলনে যোগ দেয়নি বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের এহেন পদক্ষেপকে প্রশংসা করেছে রাশিয়া। ফলে ঢাকা ও মস্কোর সম্পর্ক আরও একধাপ এগিয়ে গেল বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। একইসঙ্গে চিনের সঙ্গেও সম্পর্ক মজবুত করছে ঢাকা। রুশ দূতাবাস তাদের বার্তায় ৯-১০ ডিসেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে যোগ না দেওয়ার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক এগিয়ে নিতে রাশিয়া সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে। তাই সবমিলিয়ে, ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে কিছুটা হলেও বরফ জমেছে তা অনেকটাই স্পষ্ট।

[আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে বহুমুখী সম্পর্ক বাড়ানোর বার্তা ভারতের বিদেশ সচিব শ্রিংলার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement