Advertisement
Advertisement

Breaking News

Unesco adopts proposal on Bangabandhu Int'l Award

মুজিববর্ষে অনন্য নজির, বঙ্গবন্ধুর নামে পুরস্কার দেবে UNESCO

প্রতি ২ বছর অন্তর ওই পুরস্কার দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Bangla news: Unesco adopts proposal on Bangabandhu Int'l Award। Sangbad Pratidin
Published by: Soumya Mukherjee
  • Posted:December 13, 2020 6:59 pm
  • Updated:December 13, 2020 7:01 pm  

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে রাষ্ট্রসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার তদানীন্তন রেসকোর্স (সুরাবর্দি) ময়দানে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা সম্বলিত ২০ মিনিটের ভাষণ দিয়েছিলেন। ইউনেস্কো ওই ভাষণকেও বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করেছে। রবিবার একথা জানালেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

এপ্রসঙ্গে তিনি বলেন, মুজিববর্ষে একটি সুখবর আছে। ইউনেস্কো (UNESCO) বঙ্গবন্ধুর নামে ‘ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি (International Prize for the Creative Economy)’ নামে আন্তর্জাতিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের জন্য সর্বসম্মতভাবে প্রস্তাবটি গ্রহণ করেছে ইউনেস্কোর কার্যনির্বাহী বোর্ড। পুরস্কারটির নাম হবে ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। ৫০ হাজার ডলার অর্থমূল্যের এই পুরস্কারটি প্রতি দু’বছর অন্তর দেওয়া হবে। আগামী বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা ইউনেস্কোর ৪১তম সাধারণ অধিবেশন থেকে এই পুরস্কার প্রদানের সূচনা হবে।

Advertisement

[আরও পড়ুন: মহা ধুমধামে নাবালিকা বিয়ের আসর, ঘটনাস্থলে হাজির হয়ে বন্ধ করল বাংলাদেশের ভ্রাম্যমাণ আদালত ]

গত ১১ ডিসেম্বর শেষ হওয়া ইউনেস্কো নির্বাহী পরিষদের শরৎকালীন ২১০তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে এই প্রথম রাষ্ট্রসংঘের কোনও শাখা সংস্থা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (Bangabandhu Sheikh Mujibur Rahman) নামে একটি আন্তর্জাতিক পুরস্কার চালু করল। এই খবর শোনার পরেই খুশি হয়েছেন বাংলাদেশের বেশিরভাগ নাগরিক।

প্রসঙ্গত উল্লেখ্য, রাষ্ট্রসংঘের শাখা সংগঠন ইউনেস্কো শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি-সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সদস্য রাষ্ট্রগুলির আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক পুরস্কার দিয়ে থাকে।

[আরও পড়ুন: করোনার কোপে ‘অমর একুশে’, আগামী বছর ভাষা দিবসের সব অনুষ্ঠান বাতিলের পথে ঢাকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement