Advertisement
Advertisement

Breaking News

ধর্ষণ

অপহরণ করে দুই কিশোরীকে একটানা ২০ দিন ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত

একের পর এক ধর্ষণের ঘটনায় বড়সড় প্রশ্নচিহ্নের মুখে প্রশাসন৷

Two girl allegedly kidnapped and raped by youths at Bangladesh

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:June 22, 2019 8:19 pm
  • Updated:June 22, 2019 8:25 pm  

সুকুমার সরকার, ঢাকা: অপহরণ করে একটানা ২০দিন ধরে দুই কিশোরী বোনকে ধর্ষণের অভিযোগ৷ ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সিদ্ধিরগঞ্জে৷ পরে যদিও পুলিশ ওই দুই কিশোরী উদ্ধার করে৷ এখনও পর্যন্ত দুজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে৷

[ আরও পড়ুন: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় আরও ২টি টহল ফাঁড়ি বাংলাদেশে]

জানা গিয়েছে, ওই দুই কিশোরী ঢাকার কাছেই বাংলাদেশের সিদ্ধিরগঞ্জের এলাকার বাসিন্দা৷ গত ২ জুন আইয়ুবনগরে এলাকার সপ্তম শ্রেণির এক ছাত্রী এবং খুড়তুতো বোনকে অপহরণ করা হয় বলে অভিযোগ৷ আল আমিন এবং রিয়াদ নামে দুই যুবক তাদের অপহরণের পর একটি হোটেলে নিয়ে যায়৷ অভিযোগ, সেখানেই টানা ২০দিন বন্দি করে রাখা হয় তাদের৷ কিশোরীদের খোঁজ না পাওয়ায় থানায় অভিযোগ দায়ের করেন পরিজনেরা৷ সেই মতো গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে ফতুল্লা থানা এলাকা থেকে কিশোরীদের উদ্ধার করেন সিদ্ধিরগঞ্জ থানার এস আই হাফিজুর রহমান৷ গ্রেপ্তার করা হয় বছর বাইশের আল আমিন এবং পঁচিশ বছর বয়সি রিয়াদকে৷ শনিবার দুপুরে দুই অভিযুক্তকে আদালতে তোলা হয়৷

Advertisement

[ আরও পড়ুন: সুখ থাকলেও শান্তি নেই, বিশ্ব শরণার্থী দিবসে ঘরে ফেরার স্বপ্নেই বুঁদ রোহিঙ্গারা]

এদিকে, ঠাকুরগাঁও সদর উপজেলার অষ্টম শ্রেণিতে আরেক স্কুলছাত্রীকেও ধর্ষণ করা হয়। অভিযোগ, শুক্রবার সন্ধেয় ভুট্টা খেতে বেশ কয়েকজন যুবক তাঁকে গণধর্ষণ করে৷ ঘটনায় নাম জড়ায় সবুজ, তার সঙ্গী সইফুল, বাবু-সহ বেশ কয়েকজনের৷ এই ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রীর পরিজনেরা। ওসি চিত্তরঞ্জন রায় বলেন, ‘‘নির্যাতনের শিকার ছাত্রীর বাবা তিনজনের নাম উল্লেখ করে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে৷’’ চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত ৩৯৬ জন ধর্ষণের শিকার হয়েছে। বারবার এমন ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement