Advertisement
Advertisement
Bangladesh

বাংলাদেশে ‘আগুন সন্ত্রাস’ জামাত শিবিরের, ঢাকায় ট্রেনে ককটেল বোমা, মৃত অন্তত ৫

বাংলাদেশে ‘আগুন সন্ত্রাস’ বিএনপি-জামাত শিবিরের। নির্বাচন ভেস্তে দিতে নাশকতাকে আশ্রয় করেছে মৌলবাদী দলগুলো। এবার রাজধানী ঢাকার কাছে একটি ট্রেনে ককটেল বোমা ছোড়ে দুষ্কৃতীরা।

Train set on fire in Dhaka, 5 dead। Sangbad Pratidin

নিজস্ব চিত্র

Published by: Biswadip Dey
  • Posted:January 5, 2024 10:55 pm
  • Updated:January 6, 2024 12:11 pm  

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে ‘আগুন সন্ত্রাস’ বিএনপি-জামাত শিবিরের। নির্বাচন ভেস্তে দিতে নাশকতাকে আশ্রয় করেছে মৌলবাদী দলগুলো। এবার রাজধানী ঢাকার কাছে একটি ট্রেনে ককটেল বোমা ছোড়ে দুষ্কৃতীরা। দাউদাউ করে জ্বলে উঠে আগুন। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। 

জানা গিয়েছে, বেনাপোল থেকে ঢাকায় আসছিল বেনাপোল এক্সপ্রেস। কমলাপুর স্টেশনে পৌঁছনোর কিছুক্ষণ আগে রাত ৯টা নাগাদ ককটেল বোমা ছোড়ে দুষ্কৃতীরা। দাউদাউ করে জ্বলে উঠে আগুন। প্রাথমিক ভাবে একজনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হলেও পরে জানা যায়, আরও চারজনও প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায়।   

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন বেশ কয়েকটি কামরায় ছড়িয়ে পড়েছিল। প্রথমে স্থানীয় জনতা ও পরে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। রাত ১০টা ২০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে। 

[আরও পড়ুন: হাই কোর্ট থেকে বের করে বাম ব্রিগেডে পাঠানো উচিত! কুণালের নিশানায় বিচারপতি গঙ্গোপাধ্যায়]

ফায়ার সার্ভিসের তরফে দাবি করা হয়েছে, দুষ্কৃতীরা ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছিল। চারটি কামরায় আগুন লাগানোর কথা বলা হয়েছে। ট্রেন থেকে দাউদাউ করে আগুনের শিখা দেখা যাচ্ছিল। এর পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

গত বছরের শেষ সপ্তাহ থেকে ধরলে ট্রেনে অগ্নি সংযোগের ঘটনায় মোট ৮ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। এর আগে গত ১৯ ডিসেম্বরও দুষ্কৃতীরা তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন ধরিয়ে দিয়েছিল। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় তিনটি কামরা। ৩ শিশু-সহ চারজনের দেহ উদ্ধার করা হয়েছিল।

[আরও পড়ুন: ‘বন্দুক থাকে না? চালাতে পারো না?’, সন্দেশখালি কাণ্ডে বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়]

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement