Advertisement
Advertisement

Breaking News

বাংলাদেশে গণধর্ষণের শিকার ৩ ছাত্রী, এখনও অধরা অভিযুক্তরা   

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়।

Three class nine students gang raped in Bangladesh
Published by: Monishankar Choudhury
  • Posted:January 28, 2020 12:41 pm
  • Updated:January 28, 2020 12:41 pm  

সুকুমার সরকার, ঢাকা: ফের গণধর্ষণ বাংলাদেশে। এবার নবম শ্রেণির তিন ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করল দুষ্কৃতীরা। এই ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

সোমবার এক নির্যাতিতা ছাত্রীর বাবা থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়।রবিবার ঘাটাইলের একটি স্কুলে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। ওই বিদ্যালয়ের নবম শ্রেণির চার ছাত্রী বিদ্যালয়ে আসার পর ঘুরতে বের হয়। সেখানে তাদের সঙ্গে  হৃদয় ও শাহীন নামের দুই বন্ধু যোগ দেয়। পরে তারা অটোরিকশা করে সাতকুয়া বনে যায়। এ সময় পাঁচ-সাতজন দুষ্কৃতী  তাদের ঘিরে ফেলে হৃদয়, শাহীন ও রিকশাচালক আশিককে মারধর করে ও তিন ছাত্রীকে গণধর্ষণ করে। অন্য এক ছাত্রী পালিয়ে যেতে সক্ষম হয়।  দুপুর দুটো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আটকে রেখে তিন ছাত্রীকে বার বার গণধর্ষণ করে পালিয়ে যায় অভিযুক্তরা। এরপর নির্যাতিত ছাত্রীরা তাদের একজনের আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় ও মোবাইলে অভিভাবকদের বিষয়টি জানায়। পরে অভিভাবকরা থানায় জানালে পুলিশ চার ছাত্রীকে উদ্ধার করে।

Advertisement

ঘাটাইল থানার পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, “তিন ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় শিশু অপহরণ ও ধর্ষণ মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিন স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।” উল্লেখ্য, বাংলাদেশে ক্রমেই বাড়ছে ধর্ষণের ঘটনা। কয়েকদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল দেশ। ক্ষোভের আঁচ পৌঁছে গিয়েছিল সংসদেও। একের পর এক যৌন নির্যাতনের ঘটনা ও দোষীদের শাস্তি দিতে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় বিতর্ক হয়ে ধর্ষকদের ‘হায়দরাবাদ এনকাউন্টার’-এর ধাঁচে খতম করার দাবি তোলেন বিরোধী দল জাতীয় পার্টির দুই সাংসদ কাজী ফিরোজ রশীদ ও মুজিবুল হক চুন্নু। শাসক দলের প্রবীণ নেতা তোফায়েল আহমেদও এই দাবিকে সমর্থন জানিয়েছিলেন।   

[আরও পড়ুন: করোনা ভাইরাসের প্রকোপ, চিনে আটকে ৫০০ জন বাংলাদেশি পড়ুয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement