Advertisement
Advertisement
Ukraine

ইউক্রেনের পতাকা হাতে ঢাকায় সংহতি প্রকাশ ১৩ বিদেশী কূটনীতিবিদের

যুদ্ধ ইস্যুতে নিরপেক্ষ হাসিনা সরকারকে ইঙ্গিতে বার্তা দিতেই এই পদক্ষেপ!

Thirteen foreign diplomats in Dhaka express solidarity with Ukraine | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:March 17, 2022 9:45 am
  • Updated:March 17, 2022 1:31 pm  

সুকুমার সরকার, ঢাকা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে চলা কূটনীতির আঁচ বাংলাদেশে (Bangladesh)। এবার কিয়েভের প্রতি সমর্থন প্রকাশ করতে হাতে রাজধানী ঢাকায় ইউক্রেনের পতাকা তুলে নেন ১৩টি দেশের রাষ্ট্রদূত ও কুটনীতিকরা। মনে করা হচ্ছে, যুদ্ধ ইস্যুতে নিরপেক্ষ হাসিনা সরকারকে ইঙ্গিতে বার্তা দিতেই এই পদক্ষেপ। 

[আরও পড়ুন: উচ্ছৃঙ্খল জীবনে বাধা পরিবারের, পরিকল্পনা করে ছাদ থেকে মরণঝাঁপ ছাত্রীর]   

বাংলাদেশে নিযুক্ত তেরোটি দেশের শীর্ষ কূটনীতিকেরা ইউক্রেনের পতাকা হাতে নিয়ে দেশটির প্রতি সংহতি প্রকাশ করেছেন। বুধবার ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন তাঁর টুইটার অ্যাকাউন্টে ইউক্রেনের পতাকা হাতে কূটনীতিকদের একটি ছবি প্রকাশ করেন। একই ছবি ব্রিটিশ হাইকমিশনের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়। ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, পৃথিবীর ১৪১ দেশ, যারা রাষ্ট্রসংঘের সাধারণ সভায় রাশিয়ার অবৈধ ও উসকানিবিহীন আগ্রাসনের প্রতি নিন্দা জানিয়ে ভোট দিয়েছে এবং বাংলাদেশে অবস্থান করা ১৩টি দেশের রাষ্ট্রদূত ইউক্রেনকে সমর্থন করে।

Advertisement

একপক্ষ কালেরও বেশি সময় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। আমেরিকা, ব্রিটেন-সহ পশ্চিমের দেশগুলি মস্কোকে কার্যয় একঘরে করে রেখেছে। তবে এই বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছে বাংলাদেশ। সম্প্রতি, এই যুদ্ধ নিয়ে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হাজী হাবিবুল আউয়ালের একটি মন্তব্য নিয়ে বিতর্ক দেখা দেয়। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোকে ইউক্রেনের আলোচিত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতো ‘মাঠে থাকার’ আহ্বান জানান নতুন প্রধান নির্বাচন কমিশনার। তারপরই ঢাকার কাছে জবাব তলব করে ক্ষুব্ধ মস্কো।

উল্লেখ্য, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ইউক্রেন ইস্যুতে প্রস্তাবের পক্ষে বাংলাদেশ ভোট দেয়নি, আবার বিরুদ্ধেও ভোট দেয়নি। বাংলাদেশ ভোটদানে ‘অ্যাবস্টেন’ বা বিরত থেকেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নীতি ও কৌশলগত কারণে বাংলাদেশের এ অবস্থানের বিষয়েও রাশিয়া অবগত। একই সঙ্গে এই ভোট নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহল যে প্রতিক্রিয়া দেখাচ্ছে সে বিষয়ে তারা দৃষ্টি রাখছে।

[আরও পড়ুন: ফের বিতর্কে হিরো আলম, পুলিশের সামনেই ঋণদাতার সঙ্গে বাংলাদেশি অভিনেতার হাতাহাতি]   

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement