Advertisement
Advertisement

Breaking News

সৌদি আরবে হজ যাত্রায় গিয়ে মৃত্যু ১১৭ জন বাংলাদেশির

কোন জায়গায় কতজন মারা গিয়েছেন সেই তথ্য জানানো হয়েছে বুলেটিনে।

The number of Bangladeshi Hajj pilgrims who died in Saudi Arabia this year reached 117 । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 27, 2023 10:58 pm
  • Updated:July 27, 2023 11:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হজযাত্রায় গিয়ে সৌদি আরবে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১১৭ জন বাংলাদেশি। এঁদের মধ্যে ৯১ জন পুরুষ এবং নারী ২৬ জন।

ধর্ম মন্ত্রণালয়ের তরফে সর্বশেষ যে হজ বুলেটিন দেওয়া হয়েছে, তাতে জানা যাচ্ছে মক্কায় ৯৫ জন, মদিনায় ৮, মিনায় ৯, আরাফাতে ২, জেদ্দায় ২ এবং মুজদালিফায় ১ জন হজযাত্রী এখনও পর্যন্ত মারা  গিয়েছেন। অর্থাৎ কোন জায়গায় কতজন মারা গিয়েছেন সেই তথ্য জানানো হয়েছে বুলেটিনে।

Advertisement

[আরও পড়ুন: রতন টাটাকে ‘ভারত গৌরব’ সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল]

বৃহস্পতিবার পর্যন্ত ৯৮ হাজার ৭৪৬ জন হজযাত্রী দেশে ফিরে এসেছেন। উল্লেখ্য, এবার ১ লাখ ২২ হাজার ৮৮৪জন বাংলাদেশ থেকে হজযাত্রায় গিয়েছেন। সব মিলিয়ে ৩২৫টি ফ্লাইটে তাঁরা সৌদি আরবে যান। হজযাত্রীদের নিয়ে ২ জুলাই প্রথম বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।

বৃহস্পতিবার পর্যন্ত সব মিলিয়ে ২৬০টি ফ্লাইটে ফিরে এসেছেন হজযাত্রীরা। সেই সংখ্য়াটি হল ৯৮ হাজার ৭৪৬জন। 

[আরও পড়ুন: বিশ্বকাপের বাছাই পর্ব ও এশিয়ান গেমসের গ্রুপ বিন্যাস দেখে কী প্রতিক্রিয়া স্টিমাচের? রইল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement