Advertisement
Advertisement

ভারত-বাংলাদেশ সীমান্তে ফের সক্রিয় হচ্ছে জঙ্গিরা, উদ্বিগ্ন ঢাকা

মাদ্রাসা পড়ুয়াদের মগজধোলাই করছে জঙ্গিরা।

Terrorists active in India-Bangladesh border

ছবি: প্রতীকী

Published by: Monishankar Choudhury
  • Posted:September 3, 2018 6:02 pm
  • Updated:September 3, 2018 6:02 pm  

সুকুমার সরকার, ঢাকা: ফের ভারত-বাংলাদেশ সীমান্তে সক্রিয় হচ্ছে জঙ্গিরা৷ বিশেষ করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ অঞ্চলে মাথাচাড়া দিয়ে উঠেছে নিষিদ্ধ জেহাদি সংগঠন জামাত উল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি।

[দাদাকে পুড়িয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা ২ তরুণীর, ময়ূরেশ্বরে চাঞ্চল্য]

Advertisement

গোয়েন্দা সূত্রে খবর, পদ্মার নদীর চরে সাংগঠনিক তৎপরতা বাড়িয়ে চলেছে জেএমবি৷ সেখানেই গোপনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নয়া সদস্যদের৷ দুর্গম এলাকা হওয়ায় সেখানে গজিয়ে উঠেছে একাধিক জঙ্গি শিবির৷ নিরাপত্তরক্ষীদের তীব্র অভিযানের মুখে মাঝখানে নিষ্ক্রিয় থাকলেও ফের সক্রিয় হয়েছে জেহাদিরা৷ উল্লেখ্য, গোদাগাড়ি ও চাঁপাইনবাবগঞ্জের দুটি চরে ৩০ আগস্ট অভিযান চালায় র‌্যাব৷ গ্রেপ্তার করা হয় জেএমবির শীর্ষ ক্যাডার আমিনুল ইসলাম-সহ পাঁচ জঙ্গিকে৷ জঙ্গিদের কাছে আগ্নেয়াস্ত্র, গান পাউডার, গুলি ও জেহাদি বইপত্র পাওয়া যায়৷ তাদের জেরা করেই এই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ গোয়েন্দা আধিকারিক জানিয়েছেন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বিভিন্ন দুর্গম এলাকায় ঘাঁটি বানিয়েছে জঙ্গিরা৷ সেখান থেকেই রমরমিয়ে চলছে জাল নোট, অস্ত্র, সোনা ও মাদক পাচারের ব্যবসা। এছাড়াও মাদ্রাসার ছাত্র, ইমাম ও ধর্মভীরু ব্যক্তিদের মগজধোলাই করে নাশকতার কাজে ব্যবহার করছে জঙ্গিরা। প্রসঙ্গত, ক্ষমতায় এসেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া অভিযানের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ঢাকা. সিলেট, চট্টগ্রাম-সহ একাধিক জেলায় একের পর এক অভিযান চালায় নিতাপত্তারক্ষীরা৷ নিকেশ হয় বহু জঙ্গি৷ তবে ফের তারা সক্রিয় হয়ে উঠেছে৷

[রয়টার্সের ২ সাংবাদিককে ৭ বছরের জেলের সাজা দিল মায়ানমার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement