Advertisement
Advertisement
প্রশ্নপত্র

OMG! স্কুলের বাংলা পরীক্ষার প্রশ্নপত্রে সানি লিওন ও মিয়া খলিফা!

শুরু তুমুল বিতর্ক।

Sunny Leone and Mia Khalifa are on Bengali question paper of class 9
Published by: Sulaya Singha
  • Posted:April 21, 2019 9:46 am
  • Updated:August 21, 2020 3:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে বাংলা পরীক্ষার প্রশ্নপত্রে এবার জায়গা করে নিলেন পর্ন তারকা মিয়া খালিফা! রয়েছেন সানি লিওনও। আপনি কেন, এমনটা শুনে থ সকলেই। নবম শ্রেণির বাংলার প্রশ্নপত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্বাভাবিকভাবেই এসব নাম নিয়ে তৈরি হয়ে তুমুল বিতর্ক।

[আরও পড়ুন: নিজেদের দেশে ফিরতে নারাজ রোহিঙ্গারা, নতুন সমস্যায় বাংলাদেশ]

বাংলাদেশের ঢাকার রামকৃষ্ণ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা পরীক্ষায় প্রশ্ন এসেছে, ‘আম আটির ভেঁপু’ কার রচিত? চারটি উত্তরের মধ্যে সঠিকটি বেছে নিতে হবে পরীক্ষার্থীকে। সেই বিকল্প উত্তরের মধ্যেই রয়েছে প্রাক্তন পর্ন তারকা তথা বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম। এর চেয়েও ভয়ংকর আরেকটি প্রশ্নের অপশন। সে প্রশ্ন আবার কবিগুরুকে নিয়ে। ২১ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী? চারটি সম্ভাব্য উত্তরের মধ্যে একটি মিয়া খালিফা! যদিও  বানান লেখা হয়েছে কালিফা। এখানেই শেষ নয়, প্রশ্ন এসেছে প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়? অপশন রয়েছে ‘ঢাকার বলদা গার্ডেন’। কিন্তু স্থানটির আসল নাম ‘বলধা গার্ডেন’। ভুলভ্রান্তিতে ভরা বিতর্কিত প্রশ্ন নিয়ে ঢাকাজুড়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

Advertisement

paper

ঢাকার রামকৃষ্ণ মিশনের প্রধান জয়প্রকাশ সরকার জানাচ্ছেন, এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল। বিষয়টি তাঁরা জানেন না। প্রশ্নপত্রটি চূড়ান্ত করেছিলেন শিক্ষক শংকর চক্রবর্তী। ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন শংকর চক্রবর্তী। তিনি বলেন, “ভুল হয়েছে। কিন্তু বির্তক হবে বুঝতে পারিনি। প্রধান শিক্ষকের পায়ে ধরে ক্ষমা চেয়েছি। এমন ভুলের পুনরাবৃত্তি হবে না।” গোটা ঘটনার সমালোচনা করে বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মণি বলেন, স্কুলের প্রশ্নপত্রে পর্ন তারকাদের নাম থাকা অন্যায়। বিষয়টি পড়ুয়াদের মনে খারাপ প্রভাব ফেলতে পারে। স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

[আরও পড়ুন: ফিরদৌস, নূরের ঘটনায় উদ্বিগ্ন টলিউডে কর্মরত বাংলাদেশি অভিনেতারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement