সুকুমার সরকার, ঢাকা: ডাকসু নির্বাচনে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন নুরুল হক৷ কিন্তু তাঁকে মেনে নিতে নারাজ ছাত্রলিগ৷ তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আখতারুজ্জামানের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করলেন আন্দোলনকারীরা৷ বিক্ষোভের সময় বাসভবনেই ছিলেন উপাচার্য৷ ছাত্রছাত্রীদের আচরণে রীতিমতো বিরক্ত তিনি৷
দীর্ঘ ২৮ বছর পর ছাত্র সংসদ নির্বাচন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে৷ সোমবার সকাল ৮টায় দেশের ‘দ্বিতীয় পার্লামেন্ট’ হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। পরে দুপুরে অনিয়ম, কারচুপি, জাল ভোট ও ছাত্রলিগের আধিপত্যের অভিযোগ তুলে ভোট বয়কট করে নির্বচনে অংশগ্রহণকারী অন্য সব প্যানেল। একইসঙ্গে অবিলম্বে নতুন তফসিল ঘোষণার দাবি জানায় তারা। রাতেই ঘোষণা হয় ভোটের ফলাফল৷ ১৮টি হল সংসদের মধ্যে ১২টিতে সহ-সভাপতি পদে জয়ী হয়েছে ছাত্রলিগ। বাকি ছয়টি হলে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ছাত্রলিগ প্রায় একচেটিয়া জয় পেলেও ছাত্রীদের পাঁচটি হলের মধ্যে চারটিতেই হেরেছে তারা। ডাকসুর সহ-সভাপতি পদে বিজয়ী হিসেবে নুরুল হকের নাম ঘোষণার পর থেকে ক্ষোভে ফেটে পড়ে ছাত্রলিগ। রাতভর সেনেট ভবনের চারপাশে বিক্ষোভ করতে থাকেন ছাত্রলিগের নেতা-কর্মীরা। উপাচার্যের বাড়ি ঘেরাও করেও বিক্ষোভ দেখান তাঁরা৷ নির্বাচন বাতিল করে পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন পড়ুয়ারা৷ এই পরিস্থিতিতে বেশ বিরক্ত উপাচার্য৷ তিনি বলেন, ‘‘উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিয়েছে। তারা শৃঙ্খলা বজায় রেখে ভোট দিয়েছে। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য দৃষ্টান্ত।’’
এদিকে, সোমবার ভোটগ্রহণ চলাকালীন রোকেয়া হলের প্রভোস্টকে হেনস্তার অভিযোগে ডাকসুর সদ্য নির্বাচিত সহ-সভাপতি নুরুল হক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী-সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.