Advertisement
Advertisement
Sheikh Hasina Durga Puja gift CM Mamata Banerjee

মমতাকে পুজোয় উপহার পাঠালেন শেখ হাসিনা, দিলেন শাড়ি, মিষ্টি ও ফুল

সূত্রের খবর, সোমবারই উপহার নবান্নে পৌঁছবে।

Sheikh Hasina sends Durga Puja gift to Bengal's CM Mamata Banerjee ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 19, 2020 12:49 pm
  • Updated:October 19, 2020 12:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিমারীর মাঝে উৎসবের রঙে মাতোয়ারা এপার এবং ওপার বাংলা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় যে উপহার দেওয়া নেওয়া হবে, তা নিয়ে কোনও সন্দেহই নেই। কারণ, একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার তো উপকরণ একটাই। আর তা উপলক্ষ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)।

শোনা যাচ্ছে, দুর্গাপুজোর (Durga Puja 2020) উপহার হিসাবে চারটি শাড়ি এবং ১০ কেজি মিষ্টি পাঠিয়েছেন তিনি। এছাড়াও সঙ্গে উপহার হিসাবে থাকছে ফুল। এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পৌঁছয়নি হাসিনার উপহার। সূত্রের খবর, বাংলাদেশের হাই কমিশনার তৌফিক হাসান সোমবারই সেই উপহার নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছে দেবেন।

Advertisement

[আরও পড়ুন: লকডাউন কাটিয়ে ঘরে ফেরার পালা, বাংলাদেশের প্রবাসী ইটালীয়দের ফেরাচ্ছে বিমান সংস্থা]

চলতি বছরের পুজোর উপহার অবশ্য আগে থেকেই পাঠাতে শুরু করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ইতিমধ্যে ধাপে ধাপে বাংলায় এসেছে পদ্মার ইলিশ। যা পেয়ে বেজায় খুশি ভোজনরসিক মাছে-ভাতে বাঙালি। তবে এবার খোদ মুখ্যমন্ত্রীকে উপহার পাঠালেন তিনি। এমনিতেই মমতা এবং হাসিনার সম্পর্ক বেশ ভাল। তাঁদের মধ্যে উপহার বিনিময়ে রীতিও রয়েছে। বাংলাদেশে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হাসিনার বাড়িতে গিয়েছেন। বঙ্গবন্ধু মুজিবর রহমানের বাড়ি ঘুরে দেখেছেন তিনি। এছাড়া ইডেনে ঐতিহাসিক গোলাপি বল টেস্টের (Pink Ball Test) সময়েও হাসিনা এসেছিলেন বাংলায়। ইডেনে একইসঙ্গে দাঁড়িয়ে ঘণ্টা বাজিয়ে খেলার উদ্বোধন করেন তাঁরা। সেই সময়ও দু’জনের মধ্যে যথেষ্ট আন্তরিকতাই নজরে পড়েছিল সকলের।

Pink ball test

এছাড়া ভারত এবং বাংলাদেশের মধ্যে জলবন্টনের সমস্যাও কিছুটা কম। বাণিজ্যিক সম্পর্কও বেশ ভাল। তাই সব মিলিয়ে সেই আন্তরিক সম্পর্কের সৌজন্যেই দুর্গাপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

[আরও পড়ুন: করোনা আবহে বাংলাদেশে দুর্গাপুজোয় প্রসাদ বিতরণ, শোভাযাত্রায় জারি নিষেধাজ্ঞা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement