Advertisement
Advertisement

Breaking News

Sheikh Hasina

প্রাক্তন পিওন ৪০০ কোটির মালিক, নিজেই জানিয়ে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ হাসিনার

হাসিনার নাম ভাঙ্গিয়ে ঢালাও দুর্নীতিতে নেমে পড়েন তাঁর প্রাক্তন পিওন।

Sheikh Hasina agreed about corrupted peon, calls for zero tolerance

ফাইল ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 16, 2024 5:15 pm
  • Updated:July 16, 2024 5:15 pm  

সুকুমার সরকার, ঢাকা: তাঁর প্রাক্তন পিওন জাহাঙ্গির আলমের সম্পত্তির খতিয়ান ৪০০ কোটি টাকা। পাহাড়প্রমাণ দুর্নীতির সঙ্গে যুক্ত জাহাঙ্গির। নিজেই এই তথ্য জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি জানালেন, দুর্নীতির বিরুদ্ধে তাঁর জিরো টলারেন্স নীতিই বজায় থাকবে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখ হাসিনা দুর্নীতি প্রসঙ্গে বলেন, তাঁর বাড়ির পরিচারক জাহাঙ্গির আলম ৪০০ কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বলেও জানান তিনি। জানা গিয়েছে, পরিচারক থেকে জাহাঙ্গিরকে পিওনের চাকরি দেন হাসিনা। এর পরেই প্রধানমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে ঢালাও দুর্নীতিতে নেমে পড়েন জাহাঙ্গির। তাঁকে নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এনিয়ে সকলকে সতর্ক থেকে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: কোটা বিরোধী আন্দোলনে রণক্ষেত্র ঢাকা! পড়ুয়াদের সংঘর্ষে আহত শতাধিক]

প্রাক্তন পিওনের এই দুর্নীতি নিয়ে হাসিনা আরও বলেন, “এই জাহাঙ্গিরের হেলিকপ্টার ছাড়া চলত না। কী করে বানাল এই টাকা! যখনই আমি ওঁর সম্পর্কে জেনেছি, সব কার্ড সিজ করে ব্যবস্থা নিয়েছি। এসব জঞ্জাল সাফ করতে হবে। হাত যখন দিয়েছি, ছাড়ব না। আপন-পর জানি না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সই থাকবে।” দুর্নীতিতে অভিযুক্ত জাহাঙ্গিরের বাড়ি নোয়াখালী জেলার চাটখিলে। সেই সময় তাঁর আমন্ত্রণে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী হেলিকপ্টারে করে নোয়াখালীর চাটখিলে বিভিন্ন কর্মসূচিতে যেতেন। প্রধানমন্ত্রী বলেন, “এর আগে কেউ দুর্নীতির বিরুদ্ধে এভাবে অভিযান করেনি। এর আগে জঙ্গিবাদমুক্ত করেছি। শেখ হাসিনা বদুর্নীতিবাজদের ধরলেই সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, এটা বিশ্বাস করি না। আমার দায়িত্ব, অনিয়মগুলো ধরে দেশকে একটা ভালো অবস্থায় নিয়ে যাওয়া।”

এদিকে, প্রশ্ন ফাঁসের মাধ্যমে দেশের শীর্ষ শ্রেণির চাকরি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার হয়ে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগপ্রাপ্ত আধিকারিকদের তালিকা প্রকাশ করতে সরকারকে আইনি নোটিস পাঠানো হয়েছে। গত রবিবার পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বরাবর নোটিসটি পাঠান বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মহম্মদ হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মহম্মদ কাওছার। মানবাধিকার সংস্থা ‘ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে নোটিসটি পাঠান তাঁরা। এনিয়ে হাসিনা বলেন, কোটার বিষয়টি যখন আদালতে চলে গিয়েছে, সেখানেই এর সমাধান হবে।

[আরও পড়ুন: চিন নয়, তিস্তা প্রকল্পে ভারতকেই চান হাসিনা, কূটনৈতিক জয় দিল্লির?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement