Advertisement
Advertisement

Breaking News

কালবৈশাখী, ঝড়বৃষ্টি

কালবৈশাখীর দাপটে বিপর্যস্ত ওপার বাংলা, প্রাণহানি ৯ জনের

ঝড়বৃষ্টিতে জখমরা ভরতি হাসপাতালে৷

Severe thunderstorm leaves none dead in Bangladesh
Published by: Sayani Sen
  • Posted:April 1, 2019 1:32 pm
  • Updated:April 1, 2019 1:32 pm  

সুকুমার সরকার, ঢাকা: বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর এবার প্রাকৃতিক বিপর্যয়৷ ফের বেঘোরে প্রাণ হারালেন ওপার বাংলার বহু মানুষ৷  রবিবার সন্ধের কালবৈশাখীতে বিপর্যস্ত ঢাকার বিস্তীর্ণ এলাকা৷ ঝড়, শিলাবৃষ্টির দাপটে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ন’জন৷ জখম হয়েছেন কমপক্ষে ১৮ জন৷ তাঁরা প্রত্যেকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি রয়েছেন৷ ঝোড়ো হাওয়ায় বিস্তীর্ণ এলাকায় ছিঁড়ে গিয়েছে তার৷ এখনও ব্যাহত বিদ্যুৎ পরিষেবা৷

[ আরও পড়ুন: বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় আটক মালিক, অভিযুক্ত আরও ২]

পূর্বাভাস ছিল৷ আশঙ্কা ছিল বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া৷ রবিবার সন্ধেবেলায় সত্যি হল সেই আশঙ্কা৷ সিলেট-সহ ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় ব্যাপক শিলাবৃষ্টি৷ শুধু তাই নয়, প্রায় ৭৪ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে শুরু করে৷ বেশ কিছুক্ষণের ঝড়ে প্রায় লণ্ডভণ্ড হয়ে যায় গোটা এলাকা৷ মধ্য চৈত্রের কালবৈশাখীতে ভেঙে পড়ে গাছপালা৷ বেশ কয়েকটি জায়গায় মাটির বাড়ির দেওয়ালও ধসে পড়ে৷ বুড়িগঙ্গায় যাত্রীবাহি একটি নৌকাও হাওয়ার দাপটে মাঝ নদীতে ডুবে যায়৷ প্রশাসনিক সূত্রে খবর, একটি বাড়ির ইট ধসে গিয়ে দু’জন, ভেঙে পড়া গাছের ডালে আঘাত পেয়ে একজন মহিলা, বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় দু’জন মহিলা এবং শিলাবৃষ্টিতে এক বৃদ্ধ-সহ মোট ন’জনের মৃত্যু হয়েছে৷ এছাড়াও ঝড়বৃষ্টির দাপটে জখম হয়েছেন অত্যন্ত ১৮ জন৷ তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে৷ মাঝ চৈত্রের কালবৈশাখীর জেরে বিভিন্ন জায়গায় ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার৷ বিপর্যস্ত এলাকাগুলির বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে৷ এছাড়াও অসময়ের ঝড়ে আম চাষেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷

Advertisement

[ আরও পড়ুন: পেটে লুকিয়ে মাদক পাচার, সীমান্ত পেরনো রোহিঙ্গাদের কাজে লাগিয়ে সক্রিয় চক্র]

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ‘‘সোমবারও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে৷’’ আবহাওয়া দপ্তরের তরফে, নদীতে না যাওয়ার জন্য মৎসজীবীদের সতর্ক করা হয়েছে৷ বিভিন্ন এলাকার নদী বন্দরগুলিকে সতর্ক করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement