সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক হিসেব নিকেশ বদলেছে। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সে দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামি লিগের সদস্যরা আক্রান্ত। কেউ পরিজনকে হারিয়েছেন তো কারোর জীবন জীবিকা নষ্ট হয়েছে। কেউ আবার এখনও নিখোঁজ। পরিবার-পরিজন হারানো সদস্যদের সঙ্গে সোমবার সন্ধ্যেয় ভারচুয়ালি কথা বললেন শেখ হাসিনা। আশ্বাস দিলেন, সব অপরাধের বিচার হবে। তবে ধৈর্য ধরতে হবে।
এদিন আওয়ামি লিগের তরফে ফেসবুক লাইভের আয়োজন করা হয়েছিল। যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্ত মানুষজন তাঁদের ‘আপা’র সঙ্গে কথা বলেন। নিজেদের প্রিয়জনকে হারানোর দুঃখের কথা তুলে ধরেন। সুবিচারের আর্জি জানাতে থাকেন। অভিভাবকহীন জীবন কতটা কঠিন চোখের জলে তা বুঝিয়ে দেন প্রত্যন্ত এলাকার মানুষজন। তাঁদের একটাই আর্জি, “আপা আপনি ফিরে আসুন। আমরা আছি আপনার সঙ্গে।” দেশের মানুষের আকুলতা বুঝতে পারেন হাসিনাও। নিজের পরিবার হারানোর উদাহরণ টেনে তিনি বলেন, “আমিও আমার পরিবার হারিয়েছি। লড়াইটা সহজ ছিল না। আল্লাকে ডাকুন। সুবিচার হবেই। তবে ধৈর্য ধরুন।” দেশে ফেরার প্রতিশ্রুতিও দেন মুজিবকন্যা।
প্রসঙ্গত, রবিবারও আওয়ামি লিগকে নিষিদ্ধ করার দাবি তুলে মিছিল করছে ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি। রাতে ঢাকার মহম্মদপুরে মশাল মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। মিছিলটি আল্লাহ করিম মসজিদ মোড় থেকে আসাদ গেট পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে দাবি তোলা হয়, যারা ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছে তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচার করতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.