সুকুমার সরকার, ঢাকা: বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস রুখে জনতার বিপুল সমর্থন নিয়ে ফের বাংলাদেশের কুর্সিতে বসতে চলেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা (Sheikh Hasina)। রবিবার সন্ধে সাড়ে ৭টার পরই ভোটের ফলাফল প্রকাশ্যে আসে। বাংলাদেশ (Bangladesh) নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া কোটালিপাড়া) কেন্দ্র থেকে জয়ী হয়েছেন হাসিনা। নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাঁর প্রাপ্ত ভোটের ব্যবধান প্রায় আড়াই লক্ষ। ফলে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। জয় নিশ্চিত থাকলেও এই ব্যবধানে স্বভাবতই খুশি ক্ষমতাসীন আওয়ামি লিগ। আগামী ৫ বছরের জন্য ফের বাংলাদেশের ক্ষমতার রাশ থাকছে ভারতবন্ধু হাসিনার হাতেই।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, হাসিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপির শেখ আবুল কালাম (আম চিহ্ন) ৪৬০ ভোট পেয়েছেন। আরেক প্রার্থী জাকের পার্টির মাহাবুর মোল্যা (গোলাপ ফুল চিহ্ন) পেয়েছেন ৪২৫ ভোট। রবিবার রাতেই রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এই ফলাফল ঘোষণা করেন।
১৯৯৬ সাল থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বঙ্গবন্ধুকন্যা হাসিনা। টানা তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। এবার চতুর্থবারের মতো সে দেশের শাসক হতে চলেছেন তিনি। এছাড়া তাঁর দল আওয়ামি লিগের ফলাফলও বেশ ভালো। বেশিরভাগ আসনে জিতেছেন আওয়ামি লিগের প্রার্থীরা। সিলেট-১ সদর আসন থেকে জিতেছেন বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেনও। তিনি ১ লক্ষ ১৫ হাজার ৪৯২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের প্রার্থী ফয়জুল হক পেয়েছেন ২ হাজার ১৮১ ভোট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.