Advertisement
Advertisement
Chinmay Prabhu

চিন্ময় প্রভুর মুক্তি চেয়ে ইউনুসকে চিঠি রামকৃষ্ণ মিশনের

চিন্ময় প্রভুকে মুক্তি দিলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে, বলছেন মিশনের অধ্যক্ষ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আলোড়ন তৈরি করেছে বিশ্বমঞ্চে। ইসকনকে নিষিদ্ধের দাবি, সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারি, হিন্দু নির্যাতনের মতো ঘটনায় গত মাস দেড়েক ঘরে উত্তাল সীমান্তের ওপার।

Ramakrishna Mission write to Md Yunus to free Chinmay Prabhu

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:December 7, 2024 8:27 pm
  • Updated:December 7, 2024 8:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে এবার ইউনুস সরকারকে চিঠি দিল ঢাকার রামকৃষ্ণ মিশন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে জেলবন্দি হিন্দু সাধুকে মুক্তি দিলে সে দেশের অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হলে বলেই মত মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পুর্ণাত্মানন্দ। চিঠিতে সে কথাই জানিয়েছেন তিনি।

শনিবার ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের তরফে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুসকে চিঠি লেখা হয়। যেখানে লেখা হয়েছে, ‘আপনি আমাদের আন্তরিক প্রীতি ও নমস্কার জানবেন। সম্প্রতি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারামুক্তি প্রদান করলে আপনার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমরা মনে করি। আশা করি, এবিষয়ে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের আশ্বস্ত করবেন।’

Advertisement

 

 

প্রসঙ্গত, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আলোড়ন তৈরি করেছে বিশ্বমঞ্চে। ইসকনকে নিষিদ্ধের দাবি, সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারি, হিন্দু নির্যাতনের মতো ঘটনায় গত মাস দেড়েক ঘরে উত্তাল সীমান্তের ওপার। সংখ্যালঘু নিপীড়নের প্রতিবাদে কলকাতা, দিল্লি, ত্রিপুরার মতো নানা জায়গায় পথে নেমেছে সাধারণ মানুষ ও বিভিন্ন হিন্দু সংগঠন। হিন্দুদের রক্ষা করতে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে ভারত। উত্তপ্ত পরিস্থিতিতেই ঢাকা যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। অন্যদিকে, সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ক্ষোভপ্রকাশ করেছে ব্রিটেনও। তবুও নিজেদের অবস্থানে অনড় অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা। সংখ্যালঘু নির্যাতনের কোনও অভিযোগই মানতে নারাজ মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতিতে এবার চিন্ময় প্রভুর মুক্তি চেয়ে ড. মহম্মদ ইউনুসকে চিঠি দিল রামকৃষ্ণ মিশনও। সেই চিটিতে বরফ গলে কি না নজর থাকবে সেদিকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement