সুকুমার সরকার, ঢাকা: ফের র্যাবের জালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসা’র ৩ নেতা। বাংলাদেশের (Bangladesh) উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলার দাওয়াতি শাখার প্রধান মহম্মদ ইয়াকুব হোসাইন ওরফে ইয়াকুব হুজুর-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। নাশকতার পরিকল্পনা চলাকালীন তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের নাম-পরিচয় প্রকাশ করেছে র্যাব (RAB)।
র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৬-এর একটি দল দেশের পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহ সদর থানা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া অন্য দুজন – চুয়াডাঙা জেলার জীবননগরের মজনু মিয়ার ছেলে মহম্মদ রুবেল ওরফে জাহাদ খান (৩৬) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার জাহাঙ্গির আলমের ছেলে মহম্মদ মাহিন (১৮)। খুলনা র্যাব-৬ সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠকে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর (Ansar Al Islam) সদস্য। ইয়াকুব হোসাইন সংগঠনটির উত্তর-পশ্চিমাঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ইয়াকুবের তথ্য অনুযায়ী, র্যাবের এই আধিকারিক জানান, ‘আনসার আল ইসলাম’-এর এই সেলটি জুবায়ের নামক এক ব্যক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে, যিনি বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে রয়েছেন। এছাড়া সাদিক হুসাইন নামের এক ব্যক্তি সংগঠনটির অন্যতম অর্থ জোগানদাতা, বর্তমানে তিনি আফ্রিকায় (Africa) গা ঢাকা দিয়ে রয়েছেন। এই সেলটির আরেক সদস্য ওমর ফারুক ওরফে রিয়াজ উদ্দিন প্রতিবেশী কোনও দেশে রয়েছেন।
র্যাব সূত্রে আরও খবর, এই সেলের অন্য সদস্যরা ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম-সহ দেশের বিভিন্ন এলাকায় আছেন। তাঁরা দেশের বিভিন্ন এলাকায় টার্গেট কিলিং ও অস্ত্র সংগ্রহের জন্য কাজ করছেন। মূলতঃ এই সেলের সদস্যরা অল্পবয়সী তরুণ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.