Advertisement
Advertisement
বাংলাদেশ

বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত বিখ্যাত পর্বতারোহী রেশমা রত্না

এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা দেশে।

Promising mountaineer killed in road accident in Bangladesh
Published by: Monishankar Choudhury
  • Posted:August 7, 2020 10:13 pm
  • Updated:August 7, 2020 10:13 pm  

সুকুমার সরকার, ঢাকা: রাজধানী ঢাকার শের-ই-বাংলা নগর এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বিখ্যাত পর্বতারোহী রেশমা রত্না (৩৩)। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা দেশে।

[আরও পড়ুন: ‘বিদেশি বিনিয়োগ টানতে উদ্যোগ নিন’, আধিকারিকদের পরামর্শ শেখ হাসিনার]

শুক্রবার সকাল ৯টা নাগাদ সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোড দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। ঢাকা মেট্রোপলিটান পুলিশের মহম্মদপুর ট্রাফিক জোনের সহকারী কমিশনার কে এ শহীদুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের দেওয়া খবরে জানান গুরুতর আহত অবস্থায় রত্নাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, “আমরা রেশমার দুমড়ে মুচড়ে যাওয়া সাইকেলটি উদ্ধার করেছি। তবে ঘাতক গাড়িটির সন্ধান এখনও মেলেনি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ কাজ করছে।”

Advertisement

পেশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও পর্বতারোহী ছিলেন রেশমা। শিক্ষকতার পাশাপাশি পর্বতারোহণ-সহ বিভিন্ন অ্যাডভেঞ্চার কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি। গত বছর নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে উচ্চতর পর্বতারোহণ কোর্স সম্পন্ন করেন।২০১৬ সালে বাংলাদেশের পাহাড় কেওক্রাডংয়ের চূড়া স্পর্শ করার মাধ্যমে শুরু হয় রেশমা রত্নার অভিযান। এরপর ২০১৯ সালের ২৪ আগস্ট ভারতের লাদাখে অবস্থিত স্টক কাঙরি পর্বত (৬১৫৩ মিটার) এবং ৩০ আগস্ট কাং ইয়াতসে-২ পর্বতে (৬২৫০ মিটার) সফলভাবে আরোহণ করেন তিনি।

[আরও পড়ুন: লেবাননের বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি, আহত নৌসেনার একুশ জওয়ান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement