Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

ইউনুসকে উচ্ছেদ করে সেনাশাসনের দাবিতে মিছিল ঢাকায়, হাওয়া ঘুরছে পদ্মাপাড়ে?

সেনার বিরুদ্ধে অভিযোগ এনে ফেসবুকে সরব হাসনাত আবদুল্লা।

Procession demanding of military rule in Bangladesh
Published by: Kishore Ghosh
  • Posted:March 22, 2025 4:35 pm
  • Updated:March 22, 2025 5:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশত্যাগী হয়েছেন শেখ হাসিনা, ক্ষমতাহীন আওয়ামি লিগ। এরপরেও শান্তিতে নেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এবার খোদ ঢাকা শহরে ‘ইউনুস সরকারকে উচ্ছেদ করে দেশে সেনাশাসন কায়েম’ করার দাবি জানিয়ে এক দল মানুষ মিছিল করলেন। অন্যদিকে ইউনুসের অনুগামী ছাত্রনেতা হাসনাত আবদুল্লা, সার্জিস আলমরা সেনার বিরুদ্ধে মিছিল করে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামানের পদত্যাগ দাবি করে কট্টরপন্থীদের একটি মিছিল ক্যান্টনমেন্টেও ঢুকে পড়ার চেষ্টা করে। এরপর থেকে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে সেনা। সব মিলিয়ে শুক্রবার ঢাকার পরিস্থিতি ছিল থমথমে। প্রশ্ন উঠছে, তাহল কি হাওয়া ঘুরছে পদ্মাপাড়ে? এবার সেনাশাসন কায়েম হবে?

বিশেষজ্ঞরা বলছেন, এক বছরেরও কম সময়ের মধ্যে ঢাকার আকাশে বাতাসে হাসিনার ভূত দেখছে ইউনুস, জামাত ও বৈষম্য বিরোধী ছাত্রদল। ধীর লয়ে হলেও বাংলাদেশের রাজনীতির আঙিনায় আওয়ামির ফেরার চেষ্টায় সিঁদুরে মেঘ দেখছে তারা। শুক্রবার সন্ধ্যায় আওয়ামি লিগের কর্মীরা ধানমন্ডিতে একটি মিছিল বার করে। স্থানীয় সূত্রে খবর, ৫ আগস্ট ক্ষমতা হারানোর পরে এটিই ছিল শেখ হাসিনার দলের সব চেয়ে বড় মিছিল। অভিযোগ, এই মিছিল শেষে যুব মহিলা লিগের এক নেত্রী এবং ছাত্র লিগের তিন কর্মীকে আটক করে বেদম মারধর করে বিএনপি কর্মীরা। যদিও পুলিশ নির্যাতিত ওই চার জনকেই গ্রপ্তার করেছে।

Advertisement

বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আওয়ামি লিগকে নিষিদ্ধ করা হবে কি না! নির্বাচনে হাসিনার দল অংশগ্রহণ করতে পারবে কি না! গতকালই আওয়ামি লিগ ও সহযোগীদের নিষিদ্ধ করার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটি সংগঠনের পাশাপাশি নিষিদ্ধ হিযবুত তাহরিরও মিছিল করেছে। শনিবারও আওয়ামি লিগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকার শাহবাগ মোড়ে একদল শিক্ষার্থী জুলাই বিপ্লবের ব্যানারে অবস্থান বিক্ষোভ করছেন। যার ফলে শাহবাগ মোড়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে বলে খবর। এদিকে হাসনাত, সার্জিসদের পাশাপাশি সেনার বিরুদ্ধে গলা চড়াচ্ছে জামাত ইসলামি, হেফাজতে ইসলামি থেকে নিষিদ্ধ হিযবুত তাহরিরের মতো মৌলবাদী ও জঙ্গি সংগঠনগুলি।

সেনার বিরুদ্ধে অভিযোগ এনেছে নতুন দল এনসিপি-র নেতা হাসনাত আবদুল্লা। তিনি ফেসবুকে পোস্টে দাবি করেন, দিন দশেক আগে দুই সঙ্গী-সহ তাঁকে সেনা বাহিনীর দপ্তরে ডাকা হয়। সেখানে তাদের বলা হয়, আসন্ন নির্বাচনে আওয়ামি লিগকে অংশগ্রহণ করতে দিতে হবে। আওয়ামির ‘পরিষ্কার’ ভাবমূর্তির নেতানেত্রীরা তাঁদের ভুলের জন্য ক্ষমা চেয়ে রাজনীতিতে সক্রিয় হবেন। শেখ হাসিনাকে উপেক্ষা করে ‘বঙ্গবন্ধুর আওয়ামি লিগ’ করবেন এই নেতারা। এই নতুন আওয়ামি লিগকে মেনে নিতে হবে। হাসনাত দাবি করেন, উপস্থিত সেনা কর্তারা জানিয়ে দিয়েছেন, আওয়ামিকে বাদ দিয়ে ‘ইনক্লুসিভ’ নির্বাচন করা সম্ভব নয়। এমনকী হুঁশিয়ারি দেওয়া হয়, আওয়ামি লিগের বিরোধিতা করার পরিণাম তাঁদের ভোগ করতে হবে।

জামাত ও ইউনুসপন্থী বৈষম্য বিরোধী ছাত্রদলের দাবি, এই ‘রিফাইন্ড’ আওয়ামি লিগ-এর পরিকল্পনা আসলে ভারতের, সেনারা তা বাস্তবায়ন করছে। এদিকে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক প্রতিনিধি দলকে খোদ ইউনুস আশ্বস্ত করেছেন, আওয়ামি লিগকে নিষিদ্ধ করবে না অন্তর্বর্তী সরকার। সব মিলিয়ে ঢাকার হাওয়ায় চাকা ঘোরার গন্ধ। যেদিকে নজর থাকছে ভারত-সহ গোটা বিশ্বের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement