Advertisement
Advertisement
Covid-19

করোনায় প্রয়াত বাংলাদেশের রাষ্ট্রপতির ছোট ভাই প্রাক্তন মুক্তিযোদ্ধা আবদুল হাই

তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

President Hamid’s younger brother Abdul Hye dies of Covid-19
Published by: Soumya Mukherjee
  • Posted:July 17, 2020 8:51 pm
  • Updated:July 17, 2020 8:51 pm  

সুকুমার সরকার, ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদের ছোট ভাই ও প্রাক্তন মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই (Abdul Hye)। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। বৃহস্পতিবার রাত দেড়টায় প্রয়াত হন তিনি। প্রাক্তন এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি শোকবার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অধ্যাপক আবদুল হাই বর্তমানে রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদের ব্যক্তিগত সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জুনের শেষদিকে করোনার উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করান তিনি। এরপরই জানা যায় তাঁর শরীরে বাসা বেঁধেছে করোনা ভাইরাসের জীবাণু। এর জেরে গত ৫ জুলাই থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (CMH) চিকিৎসাধীন ছিলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ব্রিটেনে ফিরতে পারবে শামিমা, ISIS ‘জেহাদি বধূ’কে স্বস্তি দিল আদালত]

বাংলাদেশের রাষ্ট্রপতির ন’জন ভাইবোনের মধ্যে আবদুল হাই ছিলেন অষ্টম। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হওয়ার পর কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন। অবসরের পরে রাষ্ট্রপতি ব্যক্তিগত সহকারী সচিব পদে যোগ দেন।

আবদুল হাইয়ের পাশাপাশি করোনায় প্রয়াত হয়েছেন বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ও পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের যোগাযোগ শাখার প্রধান মহম্মদ লুৎফুর রহমান তরফদার। বৃহস্পতিবার রাত একটা ১৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার হঠাৎ করেই শ্বাসকষ্ট বাড়তে থাকায় তাঁকে ভেন্টিলেশনে পাঠানো হয়। সেখানে ভরতি থাকাকালীনই মৃত্যু হয় তাঁর।

[আরও পড়ুন: ‘করোনাকে হারিয়ে ফের এগিয়ে যাবে বাংলাদেশ’, বলছেন শেখ হাসিনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement