Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

প্রাণ বাঁচাতে বাংলাদেশের সেনানিবাসে আশ্রয়, পরিস্থিতি শান্ত হতেই ঘরে ফিরছেন পুলিশ-বিচারকরা

প্রাণ রক্ষায় ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন।

Police and judges are coming out from shelter of army in Bangladesh

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:August 18, 2024 4:17 pm
  • Updated:August 18, 2024 4:17 pm  

সুকুমার সরকার, ঢাকা: ছাত্র-জনতার প্রবল গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তাঁর পদত্যাগের পর প্রাণনাশের আশঙ্কায় ভুগছিলেন বিচারক, রাজনৈতিক ব্যক্তিত্ব, পুলিশকর্মীরা। আশ্রয় নিয়েছিলেন সেনানিবাসে। দেশ কিছুটা শান্ত হতেই বাড়ি ফিরতে শুরু করেছেন তাঁরা।

রবিবার আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রাণ রক্ষায় যে ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। এরমধ্যে ৬১৫ জন স্ব-উদ্যোগে সেনানিবাস ছেড়েছেন। বর্তমানে ৭ জন সেনানিবাসে রয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘অস্ত্র নিয়ে যেতে হবে’, অডিও রেকর্ড প্রকাশ করে যুবভারতীর সামনে জমায়েতে ‘না’ বিধাননগর পুলিশের]

বলা হয়েছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। এসময় প্রাণনাশের আশঙ্কায় রাজনৈতিক ব্যক্তি-সহ ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। এ প্রেক্ষিতে বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের আধিকারিক, ২৮ জন পুলিশ আধিকারিক, পুলিশের বিভিন্ন পর্যায়ের ৪৮৭ জন সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আধিকারিক-সহ ১২ জন ও ৫১ জন পরিবার পরিজন-সহ (স্ত্রী ও শিশু) মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। পরিস্থিতির উন্নতি দেখে ৬১৫ জন সেনানিবাস ছেড়েছেন।

আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে থেকে এ পর্যন্ত ৪ জনকে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ বা মামলার ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আশ্রয়প্রাপ্ত তিনজন তাদের পরিবারের চারজন সদস্য-সহ মোট সাতজন সেনানিবাসে থাকছেন।

[আরও পড়ুন: দলীয় পদ খোয়ালেন জেলবন্দি শাহজাহান, সন্দেশখালিতে নতুন ব্লক সভাপতি নিয়োগ তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement