সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে কবি, শিল্পী, ব্লগারের উপর মৌলবাদী হামলার ঘটনা নতুন নয়। একাধিক ভয়ংকর হত্যাকাণ্ডের নজির রয়েছে। ফের তেমনই এক ঘটনায় তোলপাড় পদ্মাপারের দেশ। নাগেশ্বরী উপজেলার কুড়িগ্রামের বিখ্যাত ‘পল্লিকবি’ অশীতিপর রাধাপদ সরকারের উপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ, পার্শ্ববর্তী এলাকার দুই ব্যক্তি বেধড়ক মারধর করে রাধাপদকে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
বাংলাদেশের (Bangladesh) একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ৩০ সেপ্টেম্বর, শনিবার সকালে ‘পল্লিকবি’র উপর হামলা হয়। অভিযোগ, বৃদ্ধ কবিকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটান দুই ভাই রফিকুল ইসলাম ও কদুর আলি। এতে কবির শরীরের বিভিন্ন অংশ ভয়ংকরভাবে জখম হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন তাঁকে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন রাধাপদ সরকারের ছেলে যুগল রায়। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি কবির হামলা হল কেন?
একটি সূত্রের দাবি, পুরনো শত্রুতার জেরে হামলা। পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কবির উপরে সাম্প্রদায়িক হামলার হয়েছে বলেও দাবি উঠেছে। ইতিমধ্যে পল্লীকবির উপর হামলার ঘটনায় নিন্দায় সরব হয়েছেন বাংলাদেশের বিশিষ্টজনেদের একাংশ। তাঁদের মতে, বর্বরোচিত এই আক্রমণ অসাম্প্রদায়িক চেতনা ও স্বাধীন মত প্রকাশে বাধা দেওয়ার সামিল। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। যদিও পলাতক দুই অভিযুক্তকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.