ফাইল ফটো
সুকুমার সরকার, ঢাকা: নবর্ষের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রত্যেককে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, “শঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সরকার সবসময় আপনাদের পাশে রয়েছে।”
নববর্ষের পাশাপাশি এদিন রমজানের শুভেচ্ছাও জানান শেখ হাসিনা। স্মরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে (Sheikh Mujibur Rahman)। শেখ হাসিনা বলেন, “গতবারের মতো এবছরও আমরা বাইরে কোনও অনুষ্ঠান করতে পারছি না। কারণ, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ নতুন করে আঘাত হেনেছে সারা দেশে। দ্বিতীয় ঢেউয়ে করোনা ভাইরাস (Coronavirus) আরও মরণঘাতী হয়ে আবির্ভূত হয়েছে। পয়লা বৈশাখের আনন্দ তাই গত বছরের মত এবারও ঘরে বসেই উপভোগ করব সকলে।”
নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “গত বছর করোনা ভাইরাস আঘাত হানার পর আমাদের নানাবিধ বিরূপ পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। আমাদের এমন কিছু পদক্ষেপ করতে হয়েছে যার ফলে মানুষের জীবন-জীবিকার উপর প্রভাব পড়েছে। গত সপ্তাহে দ্বিতীয় ঢেউ প্রবল আকার ধারণ করায় মানুষের চলাচলের উপর কিছু কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে হয়েছে। আপনারা দেখেছেন, কোনওভাবেই সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে তাই আমাদের লকডাউন ছাড়াও আরও কিছু কঠোর ব্যবস্থা নিতে হচ্ছে। এর ফলে অনেকেরই জীবন-জীবিকায় অসুবিধা হবে। কিন্তু আমাদের সকলকেই মনে রাখতে হবে মানুষের জীবন সর্বাগ্রে। বেঁচে থাকলে আবার সব কিছু গুছিয়ে নিতে পারবো।” সরকার প্রধান বলেন, “গত বছর একটানা ৬২ দিন সাধারণ ছুটি বলবৎ করেছিলাম। আমরা এখনও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারিনি। বিদেশের সঙ্গে চলাচল স্বাভাবিক হয়নি। এই অবস্থা শুধু আমাদের দেশে নয়, বিশ্বের যেখানেই এই মরণঘাতী ভাইরাসের প্রকোপ বাড়ছে, সেখানেই এ ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.