Advertisement
Advertisement

Breaking News

Narendra Modi

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে মুজিবের জন্মস্থান টুঙ্গিপাড়া যেতে পারেন প্রধানমন্ত্রী মোদি

করোনা আবহে এটাই হতে চলেছে মোদির প্রথম বিদেশ সফর।

PM Narendra Modi likely to visit Bangalbandhu's birth place | Sangbad Pratidin

ফাইল চিত্র

Published by: Monishankar Choudhury
  • Posted:February 9, 2021 12:32 pm
  • Updated:February 9, 2021 12:51 pm  

সুকুমার সরকার, ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী মার্চে বাংলাদেশ সফরে আসছেন তিনি। করোনা আবহে এটাই তাঁর প্রথম বিদেশ সফর।

[আরও পড়ুন: বাংলাদেশে গুলির লড়াই, সংঘর্ষে নিকেশ ২ রোহিঙ্গা মাদক পাচারকারী]

জানা গিয়েছে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্ম-শতবার্ষিকী উদযাপন উপলক্ষে চলতি বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রীর দুই দিনের সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে। বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায় মোদির সফরের পরিকল্পনার ব্যাপারে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হয়। তবে এই সফর সম্পর্কে এখনও কিছু চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট এক ভারতীয় আধিকারিক মোদির টুঙ্গিপাড়া সফরের পরিকল্পনা নিশ্চিত করলেও, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ভারতীয় ওই আধিকারিক বলেন, “যদি সবকিছু ঠিকঠাক চলে, তবে তাঁর টুঙ্গিপাড়া সফরের জোরাল সম্ভাবনা রয়েছে।” উভয়পক্ষের অধিকারিকরা জানান, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী ঢাকা পৌঁছবেন এবং পরের দিন তিনি দেশে ফিরে যাবেন। করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। ভারতের প্রধানমন্ত্রী প্রথমদিনের উৎসবে যোগ দেবেন। পরের দিন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

Advertisement

উল্লেখ্য, ২০২০ সালের মার্চেই ‘মুজিববর্ষ’ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেখানেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হওয়ার কথাও ছিল। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপে উদ্ভুত পরিস্থিতি খতিয়ে দেখে ‘মুজিববর্ষ’ অনুষ্ঠান কাটছাঁট করে দেয় বাংলাদেশ। তারপরই মোদির সফর বাতিল করা হয়। কিন্তু এবার ভ্যাকসিন চলে আসায় ও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছন্দে ফেরায় ‘বন্ধু’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে উদ্যোগী হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

[আরও পড়ুন: জনগণকে টিকা নিতে উৎসাহদান, করোনা ভ্যাকিসন নিলেন বাংলাদেশের বেশ কয়েকজন মন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement