ফাইল ফটো
সুকুমার সরকার, ঢাকা: যমুনা নদীতে নৌকাডুবির জেরে এখনও পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পাবনার সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দেড়টার সময় পাবনার এনায়েতপুরের কাছে যমুনা নদীর স্থলচর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিকেল পর্যন্ত নদী থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। তাঁদের উদ্ধারের জন্য পুলিশ ও দমকলের কর্মীরা অভিযান শুরু করেছেন।
এপ্রসঙ্গে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (OC) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, এনায়েতপুর থেকে ৫০ জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় এক শিশু ও একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থলচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহম্মদ নজরুল ইসলাম জানান, এনায়েতপুর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও দমকলের কর্মীরা কাজ করছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.