Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

আর জি কর কাণ্ডের ছায়া বাংলাদেশে, হাসপাতালে লাঞ্ছিত নার্সিং পড়ুয়া! প্রতিবাদে কর্মবিরতি

২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আন্দোলনকারীদের।

Nursing student beaten in hospital in Bangladesh
Published by: Kishore Ghosh
  • Posted:September 22, 2024 9:15 pm
  • Updated:September 22, 2024 9:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের ছায়া বাংলাদেশে। মাদারীপুরের হাসপাতালে এক নার্সিং পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভ শুরু করেছেন সরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

নির্যাতিতা নার্সের নাম কেয়া বিশ্বাস। রোববার দুপুরে মহিলা মেডিসিন ওয়ার্ডে হাসপাতালের সহকারী সার্জন মুনমুন নাহার তাঁকে মারধর করে বলে অভিযোগ। এই খবর ছড়িয়ে পড়তেই ওই চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন সরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ২৫০ শয্যা জেলা হাসপাতালে ৭৫ জন নার্সিং পড়ুয়া কাজ করেন। সকলেই প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন।

Advertisement

জানা গিয়েছে, প্রথমে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আবাসিক চিকিৎসা কর্মকর্তার কক্ষ ঘেরাও করে বিক্ষোভ করেন নার্সরা। পরে তাঁরা তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দেন। ২৪ ঘণ্টার মধ্যে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন প্রশিক্ষণরত নার্সরা।

নির্যাতিতা নার্সিং পড়ুয়াকে কেয়া বলেন, ‘আমরা এখানে শিখতে এসেছি। রোগীদের সেবা দিতে এসেছি। মার খেতে আসিনি। আমি এই ঘটনার বিচার চাই। তিনি কেন আমার সঙ্গে এমন অচরণ করবেন?’ যদিও যার বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযুক্ত চিকিৎসক মুনমুন নাহার পুরো বিষয়টা উড়িয়ে দিয়েছেন। বলেন, ‘আমি কেন নার্সিং পড়ুয়াকে মারতে যাব? এটা ভুল বোঝানো হচ্ছে। আমার বিরুদ্ধে এমন অভিযোগ কেন, সেটাও আমি জানি না।’ হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন মুনির আহমদ অবশ্য জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন। দু’পক্ষকে বসিয়ে আলোচনার সমস্যার সমাধান করবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement