সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশ ‘গড়া’র দায়িত্ব তাঁর কাঁধে। বৃহস্পতিবার দেশে ফিরবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। তার আগেই তাঁর জন্য স্বস্তির খবর। শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকে শ্রম আদালতের দেওয়া কারাদণ্ড থেকে বেকসুর খালাস পেলেন। এমন আবহে দেশবাসী ও আন্দোলনরত ছাত্রদের কাছে শান্তিবজায় রাখার আবেদন রাখলেন তিনি। কোনওপ্রকার ভুল করা থেকে বিরত থাকার অনুরোধ জানালেন।
বিজ্ঞপ্তিতে ইউনুস জানান, ‘আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যাঁরা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন। অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যাঁরা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।’ এর পরই তাঁর আহ্বান, ‘আসুন, আমরা আমাদের এ নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি।” একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘আমাদের কোনও প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে, সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত–নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি।’
তাঁর আরও সংযোজন,’আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণেরা প্রস্তুত।’ তবে দেশজুড়ে হিংসা চলছে। লুটতরাজ, ভাঙচুরের খবর মিলছে। সংখ্যালঘুদের উপর অত্যাচারের খবর সামনে আসছে। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের সতর্ক করে ইউনুস জানিয়েছেন, ‘অকারণ সহিংসতা করে এই সুযোগ আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন।’ পরিশেষে তাঁর আর্জি, ‘অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন।’
বিজ্ঞপ্তিতে জানালেন, ‘আমাদের কোনও প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে, সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত–নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি।’ দেশবাসীর উদ্দেশে ইউনুসের ডাক, ‘অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন।’
অন্যদিকে একটি মামলা থেকে বেকসুর খালাস পেলেন ইউনুস। মামলাটিতে অভিযোগ আনা হয় যে শ্রম আইন, ২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ অনুযায়ী, গ্রামীণ টেলিকমের শ্রমিক বা কর্মচারীদের শিক্ষানবিশকাল পার হলেও তাঁদের নিয়োগ স্থায়ী করা হয়নি। প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক বা কর্মচারীদের মজুরি-সহ বার্ষিক ছুটি দেওয়া, ছুটি নগদায়ন ও ছুটির বিপরীতে নগদ অর্থ দেওয়া হয় না। মামলায় আরও অভিযোগ জানানো হয়, গ্রামীণ টেলিকমে শ্রমিক অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি এবং লভ্যাংশের ৫ শতাংশের সমপরিমাণ অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ী গঠিত তহবিলে জমা দেওয়া হয়নি। এই মামলার রায়ের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে ড. ইউনুস-সহ অন্যদের করা আবেদনের শুনানি নিয়ে আজ রায় দিয়েছে। কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.