Advertisement
Advertisement

Breaking News

নোবেল

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, কিশোরীর অভিযোগের কী জবাব দিলেন নোবেল?

বাংলাদেশি গায়কের বিরুদ্ধে এমন অভিযোগে ইতিমধ্যেই তোলপাড় নেটদুনিয়া।

Nobel denies allegetions of physical relation with a school girl
Published by: Sayani Sen
  • Posted:August 22, 2019 7:19 pm
  • Updated:August 22, 2019 7:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ওড়ালেন বাংলাদেশি গায়ক নোবেল৷ সম্প্রতি সেদেশের এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি৷ সেখানেই নোবেল দাবি করেন, ওই কিশোরীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা৷

[আরও পড়ুন: ঢাকায় জন্মাষ্টমীর শোভাযাত্রা, নাশকতার আশঙ্কায় জোরদার নিরাপত্তা]

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই কিশোরীর নোবেলের সঙ্গে আলাপ হয় গত বছর৷ এরপর ধীরে ধীরে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়৷ একে-অপরের প্রেমে পড়ে যায়৷ নোবেল ওই কিশোরীকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় বলেও অভিযোগ৷ কিশোরীর আরও অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকবার তার সঙ্গে সহবাস করেন নোবেল৷ কিন্তু বিয়ে তো দূর সম্পর্ক রাখতেও অস্বীকার করেন বাংলাদেশি গায়ক৷ এই ঘটনার পর থেকে মানসিক অবসাদে ভুগতে থাকে ওই কিশোরী৷ তার দাবি শুধু সে-ই নয়, নোবেল এমন অনেকের সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন৷

Advertisement

বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় নোবেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় কিশোরী৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পাশাপাশি নোবেল মাদকাসক্ত বলেও ফেসবুক স্ট্যাটাসে লেখে নির্যাতিতা৷ তার আরও দাবি, নোবেল যে একের পর এক কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন, তা জানেন গায়কের বাবা-মাও৷ প্রথমে মিষ্টি কথায় ছেলের বান্ধবীদের সঙ্গে আলাপ করলেও, নোবেলের প্রয়োজন মিটে গেলে ওই কিশোরীদের অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ৷ নোবেলের সঙ্গে কাটানো ব্যক্তিগত মুহূর্তের বেশ কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নির্যাতিতা৷ বাংলাদেশি গায়কের কঠোর শাস্তির দাবিও জানায় সে৷ 

[আরও পড়ুন: তিস্তা নিয়ে প্রতিশ্রুতি থেকে সরছে না দিল্লি, ঢাকায় দ্বিপাক্ষিক বৈঠকে বললেন জয়শংকর]

বাংলাদেশের এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারেই কিশোরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ খোলেন নোবেল৷ শুধুমাত্র কুৎসা করার উদ্দেশ্যে কিশোরী এই অভিযোগ করেছে বলেই দাবি বাংলাদেশি গায়কের৷ তাঁর অভিযোগ, ফটোশপের মাধ্যমে এডিট করে ছবি পোস্ট করেছে৷ ভাবমূর্তি নষ্ট করাই ওই কিশোরীর একমাত্র লক্ষ্য বলেই দাবি করেন নোবেল৷ তবে কিশোরীর তরফে পালটা কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement