সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাহায্যার্থে এগিয়ে এল জাপান৷ রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাকে জাপানি মুদ্রায় ২০০ মিলিয়ন অর্থ সাহায্য করার ঘোষণা করেছে টোকিও। বাংলাদেশে অবস্থিত জাপানের দূতাবাস সূত্রে এমন জানা গিয়েছে৷
[প্রয়াত বাংলাদেশি রক মিউজিকের প্রাণপুরুষ আয়ুব বাচ্চু]
দূতাবাস সূত্রে খবর, এই অর্থ সাহায্য ছাড়াও রোহিঙ্গাদের সামাজিক ও মানবিক উন্নয়নে কাজ করবে জাপান সরকার৷ রোহিঙ্গা এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতেও সাহায্য করবে তাঁরা৷ রোহিঙ্গাদের ভরণপোষণে বাংলাদেশকে আর্থিক মদত দেওয়ার কথা আগেই ঘোষণা করেছে বিশ্ব ব্যাংক। শরণার্থীদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। সূত্রের খবর, অসহায় শরণার্থীদের সহায়তার জন্য যে খরচ হবে, তা বহন করবে বিশ্ব ব্যাংক। রোহিঙ্গাদের পুনর্বাসনে বাড়তি ব্যয় বহন করতে হবে না বাংলাদেশ সরকারকে। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মোহিত জানান, অর্থের জোগানের জন্য সুইডেন, জার্মানি, কুয়েত ও সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে বিশ্ব ব্যাংকের আলোচনা হয়েছে। ইতিমধ্যে আর্থিক মদত দিয়েছে কানাডা। এবার এগিয়ে এল জাপান৷
[জোটে ফাটল, বিএনপি-র ‘ঐক্যফ্রন্ট’ ত্যাগ দুই শরিক দলের ]
গত বছরের আগস্টে রাখাইনে সেনা অভিযান শুরুর পর বাংলাদেশ সীমান্তে নামে রোহিঙ্গাদের ঢল। রাষ্ট্রসংঘের ভাষায় মায়ানমারে ‘জাতিগত নির্মূল অভিযান’-এর মুখে শরণার্থী হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। এই রোহিঙ্গারা রয়েছে কক্সবাজারের কয়েকটি আশ্রয় শিবিরে। প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় সেখান থেকে একটি অংশকে নোয়াখালির ভাসানচরে সরিয়ে নিচ্ছে সরকার। জনবহুল বাংলাদেশে এই রোহিঙ্গারা দেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার উপর চাপ সৃষ্টি করছে বলে তাদের ফেরত পাঠাতে চায় ঢাকা। রোহিঙ্গাদের নিজেদের নাগরিক হিসেবে মানতে নারাজ মায়ানমারের সরকার চুক্তি করলেও প্রত্যাবাসনে গড়িমসি করে আসছে বলে বাংলাদেশ সরকারের অভিযোগ। তাই মায়ানমারের উপর চাপ বাড়াতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.