Advertisement
Advertisement

Breaking News

China

ভারতকে আম পাঠাতেন হাসিনা, নতুন বাংলাদেশে রীতি বদলে চিনকে ‘অমৃত ফল’ উপহার ইউনুসের

এবছর দিল্লিকে আম ঢাকার সৌজন্যের চিত্রটাও পালটে গেল।

Muhammad Yunus will send mango to china
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:April 21, 2025 7:24 pm
  • Updated:April 21, 2025 7:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি বছর এই মৌসুমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ একাধিক নেতাকে আম উপহার দিতেন শেখ হাসিনা। কিন্তু তিনি গদিচ্যুত হওয়ার আমূল বদলে গিয়েছে বাংলাদেশের রীতিনীতি। বদল এসেছে কূটনীতিতেও। এবছর দিল্লিকে আম ঢাকার সৌজন্যের চিত্রটাও পালটে গেল। এবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘অমৃত ফল’ উপহার পাঠাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। 

গতকাল রবিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকে বসেছিলেন ইউনুস। তাঁর সাম্প্রতিক চিন সফরের ফলাফল পর্যালোচনা এবং দু’দেশের সহযোগিতা বৃদ্ধি করতে পরবর্তী পদক্ষেপের জন্য আলোচনা করেন তাঁরা। বৈঠকে উভয় পক্ষ অবকাঠামো, বাণিজ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সংস্কৃতি-সহ বিভিন্ন খাতের আলোচনাকে বাস্তবায়নযোগ্য প্রকল্পে রূপান্তর করার ইচ্ছে ব্যক্ত করেছে। এই আলোচনাতেই প্রধান উপদেষ্টা চিনের প্রেসিডেন্টকে আম পাঠানোর ইচ্ছে প্রকাশ করেন।

Advertisement

বৈঠকের পর প্রধান উপদেষ্টা বলেন, “চিন সফরের সময় আমরা যে পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি তা নিয়ে এগিয়ে যাওয়াই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা নিশ্চিত করতে চাই, এই উদ্যোগের গতি যেন হারিয়ে না যায়। আমরা চুক্তি সইয়ের জন্য আরও দুই থেকে তিন বছর অপেক্ষা করতে চাই না, আমরা তাদের দ্রুত বাস্তবায়ন করতে চাই।” এর মধ্যে অন্যতম আলোচিত বিষয় ছিল মোংলা ও আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “প্রস্তুতি চলছে এবং সম্পন্ন হলে জোনগুলো বাস্তবায়ন শুরু করার জন্য ডেভেলপারদের কাছে হস্তান্তর করা হবে। উভয় পক্ষ চিন থেকে চারটি নতুন জাহাজ কেনার পরিকল্পনা নিয়েও আলোচনা করেছে, চিনা পক্ষ আশ্বাস দিয়েছে এই বছরের জুনের মধ্যে প্রক্রিয়াটি শেষ হবে।” জানা গিয়েছে, চিনের বাণিজ্যমন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফর করবেন। নতুন বিনিয়োগের সুযোগ খুঁজতে বিনিয়োগকারীদের ১০০ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে আসবেন

কয়েকদিন আগেই উত্তর জনপদ জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে ১ লক্ষ ২০ হাজার মেট্রিক টন আম কিনতে আগ্রহ প্রকাশ করেছে চিন। শিবগঞ্জ উপজেলার কয়েকটি আমবাগান পরিদর্শন করেন চিনের আমদানিকারক মি. শু উই। আমবাগানগুলো দেখে খুব পছন্দ করেন তিনি। পরে শিবগঞ্জ পৌর এলাকার অ্যাকাডেমি মোড়ে আম গ্রেডিং, শর্টিং ও শোধন কেন্দ্রও পরিদর্শন করেন। এর ফলে ইউরোপ ও মধ্যপাচ্যের পর চিনের বাজারে প্রথমবারের মতো বাংলাদেশের আম রপ্তানির সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে বিনিয়োগ থেকে ব্যবসা-বাণিজ্য সব ক্ষেত্রেই ইউনুসের ‘নতুন’ বাংলাদেশের উপর জাঁকিয়ে বসছে চিন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement