সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদ জানিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাভাবিকভাবে যা মোটেই ভালোভাবে নেয়নি মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। এবার মুজিবকন্যাকে ফিরে পেতে আরও মরিয়া তারা। চাপের মুখে ইউনুস পালটা দিয়ে জানিয়েছেন, হাসিনাকে হস্তান্তর করতে বাধ্য ভারত।
বাংলাদেশে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু। চরমে উঠেছে হিন্দু নির্যাতন। পরিস্থিতি স্বাভাবিক করতে ক্রমাগত চাপ বাড়ছে প্রধান উপদেষ্টা ইউনুসের উপর। এই পরিস্থিতিতে তাঁর উদ্বেগ আরও বাড়ছে হাসিনাকে নিয়ে। বিশ্লেষকদের মতে, ইউনুসের আশঙ্কা বর্তমান অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে ফের রাজনীতির ময়দানে জমি শক্ত করবে আওয়ামি লিগ। তাই হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের উপর চাপ বাড়াতে চাইছেন তিনি। দুদেশের স্বাক্ষরিত এক আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে ইউনুস জানিয়েছেন, “ভারত এই আইন মেনে কাজ করতে বাধ্য।” ইতিমধ্যেই হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরাতে অন্তর্বর্তী সরকার ইন্টারপোলের কাছে আবেদন করেছে। খুন, দুর্নীতি, অপহরণ-সহ একাধিক মামলায় মুজিবকন্যার বিচার চলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইউনুস জানিয়েছেন বিচারের রায় ঘোষণা হলেই প্রত্যর্পণ নিয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে ঢাকা।
কয়েকদিন আগেই ইউনুস বলেছিলেন, “শেখ হাসিনার ১৫ বছরের শাসনকালে দেশের কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। আর গণতন্ত্র, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনগণের আস্থা পুনরুদ্ধার করে তা পুনর্গঠনের সুবিশাল কর্মযজ্ঞ আমাদের ঘাড়ে এসে পড়েছে। টানা তিন মেয়াদে ভোটারবিহীন ভুয়ো নির্বাচন মঞ্চস্থ করেছেন হাসিনা। আর তাতে তিনি নিজেকে এবং তাঁর দলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছেন। একজন ফ্যাসিবাদী শাসক হিসেবে এসব করেছেন হাসিনা।’ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ নাকচ করে দেন ইউনুস। তিনি বলেন, “সংখ্যালঘু ইস্যুতে যা বলা হচ্ছে তার বেশির ভাগই প্রোপাগান্ডা।” এবার হিন্দু নির্যাতনের ঘটনার মাঝে হাসিনাকে হাতিয়ার করে ভারতের উপর চাপ বাড়াতে চাইছেন ইউনুস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.