Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

জেলে পাঠিয়েছিলেন হাসিনা, সেই ইউনুসের হাতেই বাংলাদেশের ২৭ মন্ত্রক

বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ইউনুস।

Muhammad Yunus: in charge of 27 ministries in Bangladesh

ছবি- রয়টার্স

Published by: Biswadip Dey
  • Posted:August 9, 2024 3:27 pm
  • Updated:August 9, 2024 3:48 pm  

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ২৭টি মন্ত্রক নিজের হাতেই রাখলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। শুক্রবার বিভিন্ন মন্ত্রকের বণ্টন করলেন তিনি। আর তাতেই দেখা গেল, নিজের হাতেই ২৭টি মন্ত্রক রেখেছেন ইউনুস।

বৃহস্পতিবার তাঁর সঙ্গে যাঁরা শপথ নিয়েছিলেন, সেই ১৩ জনের হাতে আরও ১৮টি মন্ত্রকের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক আসিফ মেহমুদ সজীব ভুঁইয়া (যুব ও ক্রীড়া মন্ত্রক) ও নাহিজ ইসলামকে (ডাক মন্ত্রক এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক) দায়িত্ব দেওয়া হয়েছে তিনটি মন্ত্রকের।

Advertisement

[আরও পড়ুন: স্কুলে এসেই যেন ছাত্রাবস্থায় ফিরে যেতেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব, স্মৃতিচারণায় শিক্ষকরা

গতকাল, বৃহস্পতিবার বাংলাদেশে (Bangladesh) গঠিত হয় অন্তর্বর্তী সরকার। প্রধান হিসেবে শপথ নেন মহম্মদ ইউনুস। রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান। ইউনুসের সঙ্গে শপথ নেন আরও ১৩ জন। তিনজন বাইরে থাকায় ওইদিন শপথ নিতে পারেননি। সব মিলিয়ে ইউনুসের (Muhammad Yunus) নেতৃত্বে মোট ১৬ জন সদস্য থাকবেন অন্তর্বর্তী সরকারে।

প্রধান উপদেষ্টা ইউনূসের হাতে যে ২৭টি মন্ত্রক রয়েছে, সেগুলি হল মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রক, শিক্ষা মন্ত্রক, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রক, খাদ্য মন্ত্রক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রক, ভূমি মন্ত্রক, বস্ত্র ও পাট মন্ত্রক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রক,  কৃষি মন্ত্রক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক, রেল মন্ত্রক, জনপ্রশাসন মন্ত্রক, বিদ্যুৎ, নৌ-পরিবহণ মন্ত্রক, জলসম্পদ মন্ত্রক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রক, তথ্য ও সম্প্রচার মন্ত্রক, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রক, অসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রক, বাণিজ্য মন্ত্রক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক, সংস্কৃতি মন্ত্রক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রক।

বাকিদের মধ্যে যে মন্ত্রকগুলি বণ্টন করা হয়েছে:

সালেহউদ্দিন আহমেদ: অর্থ মন্ত্রক, পরিকল্পনা মন্ত্রক

আসিফ নজরুল: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রক

তৌহিদ হোসেন: বিদেশ মন্ত্রক

সৈয়দা রিজওয়ানা হাসান: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক

আদিলুর রহমান খান: শিল্প মন্ত্রক

এ এফ হাসান আরিফ: স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রক

আ ফ ম খালিদ হোসেন: ধর্মবিষয়ক মন্ত্রক

ফরিদা আখতার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রক

শারমিন মুরশিদ: সমাজকল্যাণ মন্ত্রক

এম সাখাওয়াত হোসেন: স্বরাষ্ট্র মন্ত্রক

নুরজাহান বেগম: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক

নাহিদ ইসলাম: ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া: যুব ও ক্রীড়া মন্ত্রক

[আরও পড়ুন: মহাপ্রস্থানের পথে ‘বুদ্ধবাবু’, শেষ যাত্রার সারথী হয়ে ‘গর্বিত’, বলছেন শববাহী গাড়ির চালক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement