Advertisement
Advertisement

H2O মানে রেস্তোরাঁ! বাংলাদেশি সুন্দরীর উত্তর শুনে হেসে খুন বিচারক

সহজ প্রশ্নেই কুপোকাত বাংলাদেশের সুন্দরী। দেখুন ভিডিও।

Miss World Bangladesh 2018: contestant don’t know what H20 is
Published by: Monishankar Choudhury
  • Posted:October 6, 2018 3:40 pm
  • Updated:October 6, 2018 3:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: H20 মানে কী? এটা আবার একটা প্রশ্ন হল! তাচ্ছিল্যের সুরেই হয়তো বা উত্তর দিলেন, জল।  কেউ আবার ফুট কাটতেই পারেন, আমরাও তো স্কুল-কলেজে গিয়েছি মশাই।  কিন্তু এই সহজ প্রশ্নেই কুপোকাত বাংলাদেশের সুন্দরী।  তাঁর মতে H20 মানে একটি রেস্তোরাঁ।  শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 প্রতিযোগিতায়।

[মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে ইভটিজারের হাতে আক্রান্ত বাবা]

Advertisement

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় প্রশ্নোত্তর পর্বে এক প্রতিযোগীকে প্রশ্ন করা হয়েছিল, H2O কী? এর জবাব দিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেললেন ওই প্রতিযোগী। বিচারক এই সহজ প্রশ্নটি করতেই কেমন যেন হকচকিয়ে যান তিনি।  প্রশ্নটি নিজের মুখে আওড়ে নিয়ে চুপ করে যান তিনি। তারপরই বোকার মতো হেসে ফেলেন ওই প্রতিযোগী। এহেন ঘটনায় রীতিমতো হতবাক হয়ে পড়েন বিচারক।  নিজেই বলে দেন, H2O মানে জলের রাসায়নিক সংকেত। তা শুনে ওই সুন্দরীর বলে উঠেন, ওই নামে ঢাকায় একটি রেস্তোরাঁ আছে।  এই মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়ে উঠেন বিচারক।  আক্ষেপের সুরে তিনি বলেন, রেস্তোরাঁ আছে তা জানা আছে, অথছ ওই নামের মানে কী তা জানা নেই।  ইতিমধ্যে ঘটনার ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।  নেটিজেনদের হাসির খোরাক হয়ে উঠেছেন ওই প্রতিযোগী।

এদিকে প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন সুন্দরী জানাতুল ফেরদৌস ওইশি। তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে বাংলাদেশি সুন্দরীর উত্তর।  এছাড়াও প্রতিযোগিতাটি ঘিরে দেখা দেয় বিতর্ক।  প্রথামাফিক গত বছরের বিজয়ী জেসিয়া ইসলাম এবারের বিজয়ীকে মুকুট পরানোর কথা। অভিযোগ, তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।  মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী আগামী ৭ ডিসেম্বর চিনে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেবেন।

[‘কাফের বলেই ধর্ষণ করা হত আমাদের’]

দেখুন ভিডিও:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement