সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরেও থামেনি বাংলাদেশের হিন্দু নির্যাতন। এবার দুষ্কৃতীদের হাতে প্রাণ হারালেন এক হিন্দু যুবা ও ইলেকট্রিক ব্যবসায়ী। এই হত্যার তীব্র নিন্দা করে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের কাছে তাঁর প্রশ্ন, কবে শেষ হবে এই হত্যালীলা?
এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। সেখানে লেখা হয়েছে, ‘দুষ্কৃতীরা ঝালকাঠি জেলার রামপুর গ্রামের বউকাঠি বাজারে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে ইলেকট্রনিক্সের ব্যবসায়ী ও হিন্দু তরুণ সুদেব হালদারকে।’ এই পোস্টটি শেয়ার করে রাধারমণ দাস লেখেন, ‘কী হৃদয় বিদারক! আমরা কি একবিংশ শতাব্দীতে বাস করছি নাকি প্রস্তর যুগে? রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের কাছে প্রশ্ন, এসব কবে শেষ হবে?’
So heart-wrenching! Are we living in 21st Century or stone age? When will this stop @UNHumanRights ? https://t.co/LVHnWMMiXv
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) January 7, 2025
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একাধিক মন্দিরে হামলার অভিযোগ উঠেছে। ভাঙা হয়েছে বিগ্রহ। ময়মনসিং এবং দিনাজপুরে তিনটি মন্দিরের মোট আটটি মূর্তি ভেঙে দেওয়া হয়েছে বলে খবর। ওয়াকিবহাল মহলের বক্তব্য, হিন্দু বিতারণ করে, মুসলিম দেশ গঠনে কোমর বেঁধে নেমেছে জামাত। মৌলবাদীরা সমর্থন পাচ্ছে ইউনুস সরকারের। এই কারণেই আইন হাতে তুলে নিলেও বিপদে পড়ছে না কট্টরপন্থীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.