সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউনুসের বাংলাদেশে খেলাধুলোর অবস্থা কীরকম? সাম্প্রতিক সময়ে যে ছবি উঠে আসছে তা রীতিমতো অশনি সংকেত। বিশেষ করে, মহিলাদের ক্রীড়াজগতের ছবিটা আশঙ্কাজনক। কখনও মহিলাদের ফুটবল ম্যাচের উপর আক্রমণ। কখনও বা গণ অবসরের ডাক জাতীয় দলের মহিলা ফুটবলারদের। আর ক্রিকেটে রয়েছে গড়াপেটার ছায়া।
সম্প্রতি জেলাস্তরের একটি ফুটবল টুর্নামেন্টে ম্যাচ চলছিল রংপুর ও জয়পুরহাট মহিলা দলের। হঠাৎই, কয়েকশো বিক্ষোভকারী মাঠ দখল করে নেয়। তাদের দাবি, মহিলাদের ফুটবল ইসলাম ধর্মের বিরোধী, তাই এই ম্যাচ বন্ধ করতে হবে। মাঠ সংলগ্ন অঞ্চল জুড়ে রীতিমতো ভাঙচুর শুরু হয়। তার ভিডিও ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল। আর এই বিক্ষোভকারীদের মধ্যে মূলত ছিল স্থানীয় মাদ্রাসার ছাত্ররা। এমনকী একটি মাদ্রাসার প্রধান শিক্ষকও ছিলেন সেখানে।
মেয়েদের ফুটবল খেলার বিরোধিতা করে হামলায় জয়পুরহাটে ফুটবল ম্যাচ বাতিল#Bangladesh #Joypurhut #Views #NewsByte pic.twitter.com/U2Vd2Z2zQU
— The Daily Star (@dailystarnews) January 29, 2025
এদিকে ক্রিকেটের অবস্থাও শোচনীয়। বিপিএলে মাইনে বকেয়া থাকার ঘটনা সম্প্রতি নজরে এসেছে। এর মধ্যে সেই লিগে ম্যাচ গড়াপেটার সন্দেহ ঘনীভূত হচ্ছে ওই লিগে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আটটি ম্যাচ তদন্তকারীদের নজরে এসেছে। আর এই ঘটনায় যে ১০ জন ক্রিকেটারকে সন্দেহ করা হচ্ছে, তাঁদের মধ্যে ৬ জন জাতীয় দলেও খেলেছেন। চট্টগ্রাম কিংস, ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্সকে সন্দেহের চোখে দেখা হচ্ছে।
সমস্যার এখানেই শেষ নয়। মেয়েদের জাতীয় দলের ফুটবলেও বিরাট ক্ষোভ। ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে মানসিক হেনস্থা, দুর্ব্যবহার ও বিভাজনের অভিযোগ এনেছে সাফ জয়ী দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফের কাছে বারবার অভিযোগ এনেও লাভ হয়নি। এবার তাঁরা গণ অবসরের হুঁশিয়ারি দিয়েছে। লিখিত বিবৃতিতে সই করেছেন ১৭ জন মহিলা ফুটবলার। বাফুফে যদিও এখনও পর্যন্ত পিটারের পক্ষেই রয়েছে। ফলে ‘অন্ধকার’ থেকে বাংলাদেশ ক্রীড়াজগতের মুক্তি ঘটবে, তার কোনও সদুত্তর নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.