Advertisement
Advertisement
অগ্নিকাণ্ড

বাংলাদেশে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, উদ্ধারে নামল তিন বাহিনী

ঘটনায় মৃত কমপক্ষে ২৫ জন।    

Massive fire engulfs Bangladesh building, army deployed
Published by: Monishankar Choudhury
  • Posted:March 28, 2019 4:35 pm
  • Updated:March 28, 2019 11:41 pm  

সুকুমার সরকার, ঢাকা: চকবাজারে ক্ষত এখনও টাটকা। এরমধ্যেই ফের ভয়াবহ অগ্নিকাণ্ড বাংলাদেশে। এবার ঘটনাস্থল রাজধানী ঢাকার অভিজাতপল্লি বনানী। লেলিহান শিক্ষার কবলে পড়েছে একটি বহুতল। উদ্ধারকাজে নামছে সেনা, নৌসেনা ও বিমানবাহিনী। 

[আরও পড়ুন: বাংলাদেশে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে মৃত বহু, শোকপ্রকাশ মমতার

Advertisement

বৃহস্পতিবার, বনানীর ১৭ নম্বর রোডের একটি বহুতল ‘এফ আর টাওয়ার’ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তারপর দাউ দাউ করে জ্বলে উঠে বহুতলটির ন’তলা। সঙ্গে সঙ্গেএ খবর যায় দমকলের কাছে। ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে শ্রীলঙ্কার এক নাগরিক-সহ ২৫ জনের। প্রথমদিকে বেশ কয়েকজন আবাসিক বেরিয়ে আসতে সক্ষম হলেও এখনও আটকে রয়েছেন অনেকেই। আহত বেশ কয়েকজন। তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেরই অবস্থা সংকটজনক থাকে ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনের ভয়াবহতা এতটাই যে উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা, নৌসেনা ও বায়ুসেনাকেও। এছাড়াও ঘটনাস্থলে মোতায়েন রয়েছে দমকলের ১৭টি ইউনিট। সেনার হেলিকপ্টার থেকে কেমিক্যাল ছড়িয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। ইতিমধ্যেই আশপাশের বহুতলগুলির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, ওই বিল্ডিংয়ে আটকে পড়া এক তরুণী ফেসবুক লাইভ করে সাহায্যের আর্তি করেন তিনি। যদিও তারপর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।  বন্ধ হয়ে গিয়েছে দুরন্ত টেলিভিশন এবং রেডিও টুডের সম্প্রচার৷            

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে ঢাকার চকবাজারে। ওই ঘটনায় মৃত্যু হয় ৭০ জন নিরীহ মানুষের। তারপরই তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেয় প্রশাসন। সেখানে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ধরা পড়ে অগ্নি নির্বাপণের ব্যবস্থা থাকা গলদ। এবারেও আগুন লাগার কারণ সঠিকভাবে জানা যায়নি। ওই বহুতলের অগ্নি নির্বাপণের ব্যবস্থাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দমকল।        

[আরও পড়ুন: ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি, টঙ্গিতে পোশাক কারখানায় আগুন শ্রমিকদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement