Advertisement
Advertisement

বাংলাদেশে মাঝনদীতে যাত্রীবাহী লঞ্চে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ৩২ জন

জখম হয়েছেন বহু যাত্রী।

Massive fire broke out in a ship at Bangladesh | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 24, 2021 10:13 am
  • Updated:December 24, 2021 10:13 am  

সুকুমার সরকার, ঢাকা: ফের অগ্নিকাণ্ড বাংলাদেশে (Bangladesh)। এবার রাজধানী ঢাকা থেকে কিছুটা দূরে মাঝনদীতে দাউদাউ করে জ্বলে উঠল একটি যাত্রীবাহী লঞ্চ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩২ জনের। জখম বহু।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধেয় ঢাকা থেকে বাংলাদেশের দক্ষিণের বরগুনার উদ্দেশে যাচ্ছিল লঞ্চটি। সেটি ঝালকাঠির সুগন্ধা নদীতে পৌঁছয় রাত ৩টে নাগাদ। সেখানেই আচমকা লঞ্চটিতে আগুন লেগে যায়। লঞ্চটি নোঙর করার পরই আগুন আয়ত্তে আনার কাজ শুরু করে দমকলের ৫ টি ইঞ্জিন। তবে তার আগেই পুড়ে মৃত্যু হয় বহু যাত্রীর। শেষ পাওয়া খবর অনুযায়ী, লঞ্চটি থেকে উদ্ধার করা হয়েছে ৩২ জনের দেহ। পুড়ে জখম হয়েছেন  বহু যাত্রী। মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: মুক্তমনা ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের তথ্য চেয়ে ৪২ কোটি টাকা পুরস্কার ঘোষণা আমেরিকার]

এদিন রাজারহাট-বি নামের আর একটি লঞ্চ ঘাটে পৌঁছলে সেটির যাত্রীরা জানান, “দূর থেকে দেখেছি লঞ্চটিতে আগুন জ্বলছে।” বরগুনা জেলা প্রশাসক মো. জোহর আলি জানিয়েছেন, দগ্ধ অবস্থায় অন্তত বহু যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে।

জানা গিয়েছে, ওই লঞ্চে প্রায় এক হাজার যাত্রী ছিলেন। সেখানকার যাত্রীরা জানান, আগুন লাগার পর লঞ্চটিকে নদী তীরের দিয়াকুল
এলাকায় নোঙর ফেলা হয়। খবর পেয়েই বরিশাল ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে ঘন কুয়াশার কারণে খানিকটা সমস্যায় পড়তে হয় তাঁদের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লঞ্চের ইঞ্জিন ঘর থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। যদিও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নন দমকললের আধিকারিকরা।

[আরও পড়ুন: বাংলাদেশে জেহাদের ছায়া, এবার রোহিঙ্গা শিবিরে নিজস্ব মুদ্রা চালু করেছে জঙ্গি সংগঠন আরসা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement