সুকুমার সরকার, ঢাকা: প্রেমের টানে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে! গত প্রায় ৪০ দিন ধরে অনুপ্রবেশ ঘটিয়ে সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে বসবাস করছেন এক কিশোরী বধূ। সে নাবালিকা বলে খবর। বাড়ি দক্ষিণ দিনাজপুরে। সূত্রের খবর, বাংলাদেশি এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিল ওই কিশোরী। ওই যুবকের হাত ধরেই বাংলাদেশে এসে সংসার পাতে সে।
জানা গিয়েছে, বছর সতেরোর ওই কিশোরী দক্ষিণ দিনাজপুর জেলার মান্দাপাড়ায় ইসমাইল হকের স্ত্রী। ওই কিশোরী দিনাজপুর সীমান্তের কাঁটাতার পেরিয়ে মাসুদ রানা নামে ওই যুবকের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জে চলে আসে। মাসুদের বাড়ি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়ায়। বিয়ে করে গত ৪০ দিন ধরে দুজনে সেখানেই রয়েছে। স্থানীয়রা জানান, রাজমিস্ত্রির কাজ করতে ৮ বছর আগে অনুপ্রবেশ ঘটিয়ে ভারতে যায় মাসুদ। সেখানে ওই কিশোরীর শ্বশুরবাড়িতে ভাড়া থাকত সে। ভারতে চলাফেরার জন্য অবৈধভাবে বানিয়ে নিয়েছিল আধার কার্ড। কিছুদিন পর মাসুদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিশোরী গৃহবধূর। এক পর্যায়ে ওই কিশোরীর স্বামী বিষয়টি জানতে পেরে বাড়ি থেকে বের করে দেয় মাসুদকে। এর পর বিএসএফ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে কিশোরীকে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসে মাসুদ। বাংলাদেশে এসে নাম পরিবর্তন করে তারা বিয়ে করে।
এদিকে, স্ত্রীকে ফিরে পেতে গত থানায় জিডি করেছে ইসমাইল হক। তাঁর দাবি, প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে তাঁর স্ত্রীকে বাংলাদেশে নিয়ে গিয়েছে মাসুদ। আটকে রেখে নির্যাতন করেছে তাঁর স্ত্রীকে। এমনকি দেশে ফিরে যেতে চাইলেও কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। এই অবস্থায় স্ত্রীকে ফিরে পেতে মরিয়া ইসমাইল। এই ঘটনা প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ৫৩-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ মনির-উজ-জামান জানান, চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে ভারতের কোনও নাগরিকের থাকার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.