সুকুমার সরকার, ঢাকা: বুধবার ২০২৪ সালের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম পত্রিকা। সেখানেই এবার স্থান পেয়েছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম। উদ্ভাবক শ্রেণিতে উঠে এসেছে তাঁর নাম।
পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ির নকশা তৈরিতে সব সময়েই খ্যাতির শীর্ষে থেকেছেন মেরিনা। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি হল বাংলাদেশ। এনিয়ে টাইম পত্রিকায় লেখা হয়েছে, জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা তাবাসসুম এমন এক ঘরানার বাড়ি তৈরি করেছেন, যার নির্মাণ ব্যয় কম। এমনকি এই বাড়ি সহজে স্থানান্তরও করা যায়। বলে রাখা ভালো, ১৯৯৪ সালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন মেরিনা। তার পর ১৯৯৫ সালে স্থপতি কাশেফ চৌধুরীর সঙ্গে ঢাকায় একটি স্থাপত্য ফার্ম আরবানা প্রতিষ্ঠা করেছিলেন তিনি।
এর পর ২০০৫ সালে তাবাসসুম তাঁর নিজস্ব ফার্ম, ‘মেরিনা তাবাসসুম আর্কিটেক্টস’ প্রতিষ্ঠা করেছিলেন। তিনিই এর প্রধান স্থপতি হিসাবে কাজ করা শুরু করেন। করোনা অতিমারির সময়েও তিনি তাঁর চিন্তাভাবনার মাধ্যমে সমাজে উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করেছিলেন। সেই কারণে ২০২০ সালে, মেরিনাকে কোভিড যুগের তৃতীয়-বড় চিন্তাবিদ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল। ঢাকার দক্ষিণখানে বায়তুর রউফ নামের একটি শৈল্পিক নকশার মসজিদের স্থপতি হিসেবে ২০১৮ সালে জামিল পুরস্কার লাভ করেছিলেন মেরিনা। এর আগে একই নকশার জন্য ২০১৬ সালে আগা খান পুরস্কার পেয়েছিলেন তিনি।
মার্কিন সাময়িকী টাইমের এই বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় রয়েছে, রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া, ইরানের মানবাধিকার নোবেলজয়ী কর্মী নার্গিস মহাম্মদী, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক-সহ অনেক পরিচিত মুখ। এই তালিকায় রয়েছেন, ভারতের জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.