সুকুমার সরকার, ঢাকা: ফের বাংলাদেশে (Bangladesh) আক্রান্ত সংখ্যালঘুরা। আবারও আক্রমণের নিশানায় ঢাকার ইসকন (ISKCON) মন্দির। বৃহস্পতিবার রাতের দিকে ঢাকার রাধাকান্ত মন্দিরে আচমকাই হামলা হয়। মন্দিরের পুরোহিতদের মারধর, চলে লুটপাট। আক্রান্ত প্রায় শ দুয়েক। অভিযোগ, হাজি শফিউল্লা নামে এক ব্যক্তির নেতৃত্বে বিশাল দলবল মন্দিরের উপর হামলা চলে। তদন্তে নেমেছে পুলিশ।
২২২, লালমোহন স্ট্রিট, ওয়াড়ি, ঢাকা (Dhaka)। এখানেই ইসকনের রাধাকান্ত মন্দির। বৃহস্পতিবার রাতে এখানেই চলে মৌলবাদীদের হামলা। সূত্রের খবর, সুমন্ত্রচন্দ্র শ্রবণ, নীহার হালদার, রাজীব ভদ্র নামে মন্দিরের তিনজন বিশিষ্ট ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া মৌলবাদীদের হামলায় জখম আরও অনেকে। সেই সংখ্যাটা প্রায় শ’ দুয়েক। জানা গিয়েছে, হাজির শফিউল্লা নামে এক দুষ্কতীর নেতৃত্বে বিশাল দলবল হামলা চালায় রাধাকান্ত মন্দিরে। এমন ঘটনায় ফের উদ্বেগ বাড়ল ইসকন কর্তৃপক্ষের। পুলিশে অভিযোগ দায়ের করে দোষীদের যথাযথ শাস্তির দাবি তোলা হয়েছে। অত্যন্ত ক্ষুব্ধ সে দেশের হিন্দু ধর্মাবলম্বীরা। দোলের আগের রাতে এমন ঘটনা হিন্দুদের উপর সুপরিকল্পিত আঘাত বলে মনে করছেন অনেকে।
গত বছর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ধারাবাহিকভাবে হামলার ঘটনা ঘটে চলেছে। গত বছর দুর্গাপুজোয় (Durga Puja) কুমিল্লায় (Comilla) একটি মণ্ডপে প্রতিমার পায়ের কাছে ইসলামের পবিত্র কোরান রাখা নিয়ে সাম্প্রদায়িক অশান্তি তুঙ্গে ওঠে। পরে জানা যায়, এক মুসলিম যুবকই সেখানে কোরান (Quran)রেখে এসেছিল। তাকে গ্রেপ্তার করা হয়। তার পরপরই ইসকন মন্দিরেও হামলা হয়। তারও আগে ঢাকার টিপু সুলতান রোড এবং চট্টগ্রামের কোতওয়ালিতেও একই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল। তবে এবার রাধাকান্ত মন্দিরে হামলার ঘটনায় ব্যাপক শোরগোল হয়েছে।
এই ঘটনার তুমুল নিন্দায় সরব ভারতের ইসকন কর্তৃপক্ষ। সেখানকার ভাইস চেয়ারম্যান তথা মুখপাত্র রাধারমণ দাস টুইটে দোল এবং হোলির আগে রাধাকান্ত মন্দিরে এভাবে ভাঙচুরের ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অ্যাখ্যা দিয়েছেন।
It’s very very unfortunate incident on the eve of Dol Yatra & Holi celebrations. Just few days ago, United Nations passed a resolution declaring 15th March as International day to combat Islamophobia. We are surprised that same United Nations…..1/3 https://t.co/aMci2GdQdv
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) March 18, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.