Advertisement
Advertisement

Breaking News

প্রতারক

প্রেমের জালে ফাঁসিয়ে শতাধিক মহিলার সঙ্গে প্রতারণা, গ্রেপ্তার অভিযুক্ত

প্রতারিতরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন৷ 

Man arrested accused of fraud activities with girls in Bangladesh
Published by: Sucheta Sengupta
  • Posted:August 5, 2019 6:27 pm
  • Updated:August 5, 2019 6:27 pm  

সুকুমার সরকার, ঢাকা: শেষ রক্ষা হল না। প্রেমের অভিনয় করে একাধিক সম্পর্ক তৈরি করা প্রতারক শাহ জাহাঙ্গির আলিকে শেষপর্যন্ত গ্রেপ্তার করেছে সিআইডি-র সাইবার পুলিশ৷ বাংলাদেশের মৌলভীবাজার জেলার সরকার বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ সাইবার ক্রাইম ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে৷

[আরও পড়ুন: ‘জাতীয় সংগীতকে অপমান করার জন্য ক্ষমা চান’, বাংলাদেশেও তোপের মুখে নোবেল]

তদন্তকারীরা জানাচ্ছেন, প্রেমের জালে মহিলাদের জড়িয়ে, তাঁদের সঙ্গে প্রতারণাই ছিল শাহ জাহাঙ্গিরের প্রধান কাজ৷ প্রবাসীদের ছবি নিয়ে ফেসবুকে ভুয়ো প্রোফাইল তৈরি করে বহু মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল শাহ জাহাঙ্গির৷ তাঁদের নানা প্রলোভনের ফাঁদে ফেলে ব্যক্তিগত ছবি সংগ্রহ করত বলে অভিযোগ৷ পরে সেসব ছবি দিয়ে ওই মহিলাদের ব্ল্যাকমেল করে টাকা আদায়ের রাস্তায় হাঁটত সে৷ এভাবেই বেশ কয়েকজনের থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করতে থাকে জাহাঙ্গির৷ তবে শেষমেশ তার এই প্রতারণার শিকার হয়ে বেশ কয়েকজন মহিলা থানায় অভিযোগ দায়ের করেন৷ সেসব ভিত্তিতে সাইবার পুলিশ জাহাঙ্গিরের খোঁজ শুরু করে৷

Advertisement

সিআইডি সাইবার পুলিশ জাহাঙ্গিরকে গ্রেপ্তারের পাশাপাশি তার কাছ থেকে অপরাধমূলক কাজে ব্যবহৃত একটি সাদা গাড়ি, অসংখ্য সিমকার্ড এবং একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে৷ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সাইবার পুলিশ সেন্টারের পুলিশের ডিজি মহম্মদ শাহ আলম বলেন, ইচ্ছা করে পরিচয় গোপনের মাধ্যমে ছদ্মবেশ ধারণ করে মানহানিকর তথ্য প্রকাশ ও ভীতি প্রদর্শনের অপরাধে জাহাঙ্গিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে৷ এখনও তাকে জেরা করে কোনও তথ্য হাতে পাননি বলে পুলিশ সূত্রে খবর৷ অভিযানে নেতৃত্ব দেওয়া সিআইডি-র সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার খায়রুল আলম জানাচ্ছেন, জাহাঙ্গিরের প্রতারণার শিকার প্রায় শতাধিক মহিলা৷ তার কাছ থেকে ওই মহিলাদের একান্ত ব্যক্তিগত ছবি ও ভিডিও পাওয়া গিয়েছে৷ এঁদের প্রত্যেকেই প্রতারকের কঠোর শাস্তির দাবি তুলছেন৷ 

[আরও পড়ুন: বিয়ের আসরে কুপিয়ে খুন প্রাক্তন প্রেমিকার বাবাকে, যুবকের কাণ্ডে তাজ্জব পুলিশও]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement